সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সুপারহিট ছিলেন বিরাট কোহলি। এবার লক্ষ্য, নিউজিল্যান্ড সিরিজ। সেখানেও ফর্ম ধরে রাখতে মরিয়া তিনি। ১১ তারিখ থেকে ঢাকে কাঠি পড়ে যাচ্ছে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের। তার আগে প্রস্তুতিতে মগ্ন 'কিং'। নিজের অনুশীলনের ছবি প্রায় আড়াই বছর পর সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা দেখে আপ্লুত ভক্তরা। সেই কোহলি এবার ওয়ানডেতে শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে। সমর্থকদের আশা, ওয়ানডেতে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙার পর এই নজিরও নিউজিল্যান্ড সিরিজে সহজেই ভেঙে ফেলবেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটার কে? উত্তরটা হল শচীন। ৪১ ইনিংসে ১,৭৫০ রান রয়েছে তাঁর। গড় ৪৬.০৫। এর মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। কোহলি কিন্তু শচীনের ঘাড়ের সামনে নিঃশ্বাস ফেলছেন। কারণ লিটল মাস্টারের নজির ছাপিয়ে যেতে আর মাত্র ৯৪ রান দূরে রয়েছেন তিনি। কিউয়িদের বিপক্ষে ৩৩ ইনিংসে ইতিমধ্যেই ১,৬৫৭ রান করে ফেলেছেন কোহলি।
ওয়ানডেতে কোহলির গড় ৫৫.২৩। অর্থাৎ এই দিক থেকে ইতিমধ্যেই তিনি টপকে গিয়েছেন শচীনকে। এর মধ্যে ৬টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি। অর্থাৎ শচীনের থেকে এই জায়গাতেও এগিয়ে বিরাট। এখন ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, শচীনের রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা মাত্র। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। এরপর বিজয় হাজারেতে প্রথম ম্যাচে ১৩১ রানের পর গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রান করে যান বিরাট। ভক্তদের আশা, কিউয়িদের বিরুদ্ধেও একই ফর্ম বজায় থাকবে বিরাটের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ভারতীয় ক্রিকেটাররা
শচীন তেণ্ডুলকর: ১,৭৫০ রান
বিরাট কোহলি: ১,৬৫৭ রান
বীরেন্দ্র শেহওয়াগ: ১,১৫৭ রান
মহম্মদ আজহারউদ্দিন: ১,১১৮ রান
সৌরভ গঙ্গোপাধ্যায়: ১,০৭৯ রান
তাছাড়াও প্রথম ওয়ানডেতে একাধিক মাইলফলক অর্জনের অপেক্ষায় রয়েছেন কোহলি। মাত্র ২৫ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান পূর্ণ করবেন তিনি। আর ৪২ রান করলে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গকারাকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নজির গড়বেন কোহলি। উল্লেখ্য, ৫৫৬টি ম্যাচে ২৭৯৭৫ রান করেছেন কোহলি। গড় ৫২.৫৮। এর মধ্যে রয়েছে ৮৪টি সেঞ্চুরি, ১৪৫টি হাফসেঞ্চুরি।
সর্বোচ্চ আন্তর্জাতিক রান
শচীন তেণ্ডুলকর: ৩৪,৩৫৭
কুমার সঙ্গকারা: ২৮,০১৬
বিরাট কোহলি: ২৭,৯৭৫
রিকি পন্টিং: ২৭,৪৮৩
মাহেলা জয়বর্ধনে: ২৫,৯৫৭
