shono
Advertisement
Rohit Sharma

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বিদায়! ফাইনালের আগে রোহিতের অবসর জল্পনা উসকে দিলেন গিল

রোহিতের পরিবর্তে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিল।
Published By: Anwesha AdhikaryPosted: 06:09 PM Mar 08, 2025Updated: 08:04 PM Mar 08, 2025

আলাপন সাহা, দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পরেই কি ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত শর্মা? খেতাবি যুদ্ধের উন্মাদনার মধ্যেই ক্রিকেটপ্রেমীদের মনে উঁকি দিচ্ছে এই আশঙ্কা। সেই আশঙ্কা আরও উসকে গেল ফাইনালের আগের সাংবাদিক বৈঠকে। রোহিতের পরিবর্তে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিল। আর তাঁর মন্তব্য ঘিরেই ফের উসকে গেল রোহিতের অবসর জল্পনা।

Advertisement

রবিবার ট্রফি জেতার লক্ষ্যে নামবে ভারত এবং নিউজিল্যান্ড। ওই ম্যাচের পর অবসর নিতে পারেন কেন উইলিয়ামসন। জল্পনা চলছে হিটম্যানকে নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ক্রিকেটকে বিদায় জানাবেন ভারত অধিনায়ক, সেই নিয়ে জোর চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিষয়টি আলোচনা চলছে বলেই হয়তো ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলন এড়িয়ে গেলেন রোহিত। প্রথা অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনালে নামার আগের দিন কোচ বা অধিনায়কের মধ্যে একজন সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এদিন গৌতম গম্ভীর বা রোহিত কেউই এলেন না।

সাংবাদিক সম্মেলনে এসে সহ-অধিনায়ক গিল অবশ্য রোহিত নিয়ে সেভাবে মন্তব্য করতে চাননি। অধিনায়ককে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "ড্রেসিংরুমে এই নিয়ে কোনও আলোচনা হয়নি। আপাতত আমরা ফাইনালেই মন দিচ্ছি। রোহিত ভাইও তাই। ফাইনালে ফোকাস করতে চায় রোহিত ভাই।" কিন্তু জল্পনা বাড়ে গিলেরই পরবর্তী মন্তব্যে। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর সিদ্ধান্ত নেবেন রোহিত।

শুভমানের এই মন্তব্য ঘিরেই জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যায়ে পৌঁছে গিয়েছেন ভারত অধিনায়ক? তিনি কি ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন? নাকি অধিনায়কত্ব ছেড়ে কেবল ব্যাটার হিসাবে খেলবেন? এমন হাজারো জল্পনার মাঝেই মিডিয়া ম্যানেজারকে সঙ্গে নিয়ে আবার সাংবাদিক সম্মেলনে আসেন গিল। দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর মন্তব্যের যেন অন্যরকম ব্যাখ্যা করা না হয়। কিন্তু গিল এভাবে সাফাই দিলেও জল্পনা ধামাচাপা দেওয়া যাবে কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার ট্রফি জেতার লক্ষ্যে নামবে ভারত এবং নিউজিল্যান্ড। ওই ম্যাচের পর অবসর নিতে পারেন কেন উইলিয়ামসন।
  • প্রথা অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনালে নামার আগের দিন কোচ বা অধিনায়কের মধ্যে একজন সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এদিন গৌতম গম্ভীর বা রোহিত কেউই এলেন না।
  • হাজারো জল্পনার মাঝেই মিডিয়া ম্যানেজারকে সঙ্গে নিয়ে আবার সাংবাদিক সম্মেলনে আসেন গিল।
Advertisement