shono
Advertisement
Shubman Gill

রিহ্যাব শুরু করতে চলেছেন শুভমান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ফিরবেন?

তাঁকে ঘিরে আশায় বুক বাঁধছেন সমর্থকরা।
Published By: Prasenjit DuttaPosted: 04:25 PM Dec 01, 2025Updated: 04:56 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই রিহ্যাব শুরু করেছেন শ্রেয়স আইয়ার। সোমবার থেকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করতে চলেছেন শুভমান গিল। জানা গিয়েছে, গিলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ করে তোলার সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে।

Advertisement

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে থেকেও ছিলেন না গিল। ইডেনে মাত্র তিন বল খেলে মাঠ ছেড়েছিলেন। তারপর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি। তবে সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করার খবরে শুভমানকে ঘিরে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। তাঁদের আশা, আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই মাঠে দেখা যাবে তাঁকে। তবে গিলের ব্যাপারে কোনওরকম তাড়াহুড়ো করা হবে না বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে।

বোর্ডের এক সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, "ওকে এখনও পর্যন্ত কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি। এর মধ্যে বেশ কয়েকবার বিমানযাত্রা করতে হয়েছে। কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বই, মুম্বই থেকে চণ্ডীগড় এবং সব শেষে চণ্ডীগড় থেকে বেঙ্গালুরু। এতবার বিমানযাত্রার পরেও ঘাড়ে কোনও সমস্যা হয়নি। তাই গিলকে ফেরানোর সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে কোনওরকম তাড়াহুড়ো করা হবে না। ১০০ শতাংশ ম্যাচ ফিট হলে তবেই ওকে দলে ফেরানো হবে।"

উল্লেখ্য, শুভমানের জন্য রুটিন তৈরি করেছিলেন মেরুদণ্ড বিশেষজ্ঞ চিকিৎসক অভয় নেনে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দল। সেই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। জানা গিয়েছে, গিল মুম্বইতে ফিজিওথেরাপি সেশনে অংশ নিয়েছিলেন। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন দেখার, সেই সিরিজে গিল ফেরেন কি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইতিমধ্যেই রিহ্যাব শুরু করেছেন শ্রেয়স আইয়ার।
  • সোমবার থেকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করতে চলেছেন শুভমান গিল।
  • জানা গিয়েছে, গিলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ করে তোলার সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে।
Advertisement