সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও দাপট অব্যাহত বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তৈরি করেছে বিশ্বরেকর্ড। তরুণদের ওয়ানডেতে পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে ভারতের এই 'বিস্ময় বালক'। এমন কৃতিত্বর পর বৈভব জানিয়েছে, 'দাদা' শুভমান গিলের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে সে। তবে, নিজের রেকর্ডের ব্যাপারে কিছুই জানত না বৈভব। তাছাড়াও পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছে ১৪ বছরের এই ক্রিকেটার।
বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওয় বৈভবের সরল স্বীকারোক্তি, "জানতাম না যে রেকর্ড ভেঙে ফেলেছি। শুভমান গিলের একের পর এক সেঞ্চুরি আর ডবল সেঞ্চুরি দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি। গিল তার ইনিংসকে বড় রানে কনভার্ট করেছে। দারুণভাবে এগিয়ে নিয়ে গিয়েছে। এগুলোই তো শেখার।"
বৈভবের সংযোজন, "সেঞ্চুরি করেছি বলে কোনও উচ্ছ্বাস দেখাতে চাই না। দলের জন্য ভালো কিছু করতে পেরে খুশি হয়েছি। তবে আমার পরবর্তী লক্ষ্য হবে, পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২০০ রান করা।" উল্লেখ্য, সেঞ্চুরির পরেও অদমনীয় থেকে ৭৮ বলে ১৪৩ রান করে বৈভব।
১৩টি চারের পাশাপাশি ১০টা ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। শুরুর ধাক্কা সামলে বৈভব যখন আউট হয়, তখন ভারতের রান ২৩৪। তাকে যোগ্য সঙ্গ দেয় ভিহান মালহোত্রাও। ১২১ বলে ১২৯ রান করে সে। ভারত তোলে ৩৬৩ রান। যুব ওয়ানডেতে কেউই এখনও দ্বিশতরান করতে পারেনি। কাছাকাছি পৌঁছেছিলেন শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার (১৯১)। এই ইনিংসটাই যুব ওয়ানডেতে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
