সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল (Shubman Gill) যে গুয়াহাটি টেস্টে (Guwahati Test) খেলতে পারবেন না সেটা দিন দুই আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ভারত অধিনায়ককে নিয়ে ভারতীয় বোর্ডের তরফে ধোঁয়াশা তৈরির চেষ্টা করা হলেও শেষমেশ যা হওয়ার ছিল সেটাই হল। ভারত অধিনায়ক শনিবার নামছেন না। তাঁর বদলে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ।
শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টে দলের সঙ্গেও থাকবেন না তিনি। বোর্ড সূত্রের খবর, গিলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি গুয়াহাটি থেকে সোজা মুম্বই উড়ে গিয়েছেন। আগামী ২-৩দিন মুম্বইতেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ দিনশো পার্দিওয়ালার পরামর্শ নিতে বলা হয়েছে তাঁকে। তবে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে তিনি যাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী ওয়ানডে সিরিজেও ভারত অধিনায়ককে সম্ভবত পাওয়া যাবে না। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দৌড়ে রয়েছেন কে এল রাহুল ও ঋষভ পন্থ।
ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল। পুরো ব্যাটও করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। শোনা গেল, শুভমানের ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে। কিন্তু একশো শতাংশ ফিট হওয়ার থেকে তিনি অনেকটাই দূরে। তিনি যেহেতু ভারতের দুই ফরম্যাটের অধিনায়ক, তাই ঝুঁকি নেওয়া হচ্ছে না।
গিলের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন পন্থ। প্রথম একাদশে কে খেলবেন সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। গুয়াহাটি টেস্ট হেরে গেলে সিরিজও হারতে হবে টিমকে। দ্বিতীয় টেস্টেও যদি ঘূর্ণি পিচে উপর জোর দেওয়া হয়, তা হলে দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সাইমন হারমারের ফের ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা। একজন ডান হাতি অফস্পিনারের বিরুদ্ধে বাঁ হাতিদের তুলনায় ডান হাতি ব্যাটার সহজে খেলতে পারে। সে দিক থেকে গিল না পারলে, গুয়াহাটি টেস্টে কোনও ডান হাতি ব্যাটারেরই তাঁর জায়গায় খেলতে নামা উচিত। সেক্ষেত্রে নীতীশ রেড্ডির একটা সম্ভাবনা রয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট সম্ভবত সাই সুদর্শনকে তৈরি রাখছে। কারণ তিনি টপ অর্ডারে ব্যাট করেন। কোনও এক অজ্ঞাত কারণে যাকে ইডেন টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল।
