shono
Advertisement
SMAT

গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলার, মুস্তাক আলিতে রোহিতের রেকর্ড ভাঙলেন ১৮ বছরের আয়ুষ

অন্য ম্যাচে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনরা রান পাননি।
Published By: Arpan DasPosted: 08:20 PM Nov 28, 2025Updated: 09:15 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা দ্বিতীয় জয় বাংলার। প্রথম ম্যাচে জয় এসেছে বরোদার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। এবার গুজরাটের বিরুদ্ধেও জিতলেন অভিমন্যু ঈশ্বরণরা। হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে গুজরাটকে ৩ উইকেটে হারাল বাংলা। অন্যদিকে আয়ুষ মাত্রের সেঞ্চুরিতে বিদর্ভকে হারাল মুম্বই। এই সেঞ্চুরির সৌজন্যে রোহিত শর্মার ১৯ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সি আয়ুষ।

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সক্ষম চৌধুরী, সায়ন ঘোষদের বোলিং দাপটে সেভাবে মাথা তুলতে পারেননি গুজরাটের ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে গুজরাটের। সক্ষম ১৬ রানে ৩ উইকেট নেন। ২৬ রান দিয়ে সায়নের শিকার ২ উইকেট। শেষবেলায় মহম্মদ শামিও ২ উইকেট পান। শেষ পর্যন্ত উর্ভিল প্যাটেলদের ইনিংস গুটিয়ে যায় ১২৭ রানে।

যে লক্ষ্যটা সহজ মনে হচ্ছিল, সেটাই কঠিন করে জিতল বাংলা। অভিষেক পোড়েল, সুদীপ কুমার ঘরামিরা রান পাননি। তবে মাটি আঁকড়ে পড়েছিলেন অভিমন্যু (৩৪ বলে ৩৪)। আর শেষের দিকে ১৭ বলে ১৯ রান করে বাংলার জয় নিশ্চিত করেন শাহবাজ আহমেদ। ১৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলা প্রয়োজনীয় রান তুলে নেয়।

অন্য ম্যাচে মুম্বইয়ের আয়ুষ মাত্রে ৪৯ বলে সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৫৩ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম সেঞ্চুরি হলেও এর আগে প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে সর্বকনিষ্ঠ আয়ুষ। বর্তমানে তাঁর বয়স ১৮ বছর ১৩৫ দিন। যেখানে রোহিত শর্মা ১৯ বছর ৩৩৯ দিনে তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছিলেন। তবে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনরা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রান পাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা দুই ম্যাচে জয় বাংলার। প্রথম ম্যাচে জয় এসেছে বরোদার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে।
  • এবার গুজরাটের বিরুদ্ধেও জিতলেন অভিমন্যু ঈশ্বরণরা।
  • হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে গুজরাটে ৩ উইকেটে হারাল বাংলা।
Advertisement