shono
Advertisement
Smriti Mandhana

বিশ্বজয়ের পরেই বিয়ের পিঁড়িতে! পলাশের সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন স্মৃতি, প্রকাশ্যে দিনক্ষণ

কোথায় বসবে বিয়ের আসর?
Published By: Sayani SenPosted: 01:37 PM Nov 03, 2025Updated: 04:57 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে ছক্কা হাঁকিয়েছেন। জয়ের মুকুট 'উইমেন ইন ব্লু'র মাথায়। এবার পালা জীবনের নয়া ইনিংস শুরুর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। প্রেমিক পলাশ মুছলের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন তারকা ব্যাটার।

Advertisement

শোনা যাচ্ছে, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার নাকি বিয়ের কথা তাঁদের। মহারাষ্ট্রের সাংলির ভূমিকন্যা স্মৃতি। সেখানেই বসবে বিয়ের আসর। দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠরা বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলেই খবর। যদিও দুই পরিবার কিংবা স্মৃতি-পলাশের তরফে এখনও নিশ্চিতভাবে বিয়ের দিনক্ষণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে রবিবাসরীয় রাতে স্মৃতিদের জয় নিয়ে আবেগে ভাসতে দেখা গিয়েছে পলাশকে। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। শুধু একজন ভারতীয় হিসাবে নয়, প্রেমিকার সাফল্যে যে খুশি না হয়ে কেউ থাকতে পারেন, তা যেন পলাশের পোস্টেই স্পষ্ট।

সকলেরই প্রায় জানা, ২০১৭ সালে ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। অন্যদিকে স্মৃতি নিজে পলাশের সঙ্গে প্রথম ছবি দিয়েছিলেন গত ২২ মে। সেদিন ছিল পলাশের জন্মদিন। তারপর ১৮ জুলাই স্মৃতির জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট করেছিলেন পলাশও।

ভারতীয় মহিলা দলের অন্য ক্রিকেটাররাও বেশ পছন্দ করেন পলাশকে। সাম্প্রতিক অতীতে একাধিকবার যুগলে দেখা গিয়েছে পলাশ-স্মৃতিকে। বিশ্বকাপের কয়েকদিন আগে পলাশের কনসার্টে গিয়েছিলেন স্মৃতি। সেখানে হবু স্ত্রীকে উৎসর্গ করে পলাশ গান গেয়েছিলেন। তবে এবার সঙ্গীতের দুনিয়া থেকে কিছুটা সরে এসে সিনেমা পরিচালনা করছেন পলাশ। আপাতত ঘর বাঁধার স্বপ্নে বিভোর দু'জনেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement