shono
Advertisement
Smriti Mandhana Wedding

বিয়ের আগে ক্রিকেট ম্যাচে মুখোমুখি স্মৃতি-পলাশ, জিতলেন কারা?

ইতিমধ্যেই ভাইরাল ভিডিও।
Published By: Prasenjit DuttaPosted: 02:54 PM Nov 22, 2025Updated: 04:19 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটকন্যার বিয়ে আর সেখানে ক্রিকেট থাকবে না, তা কি হয়? রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana Wedding)। নতুন জীবনের পথচলার আগে ভারতীয় দলের তারকা ব্যাটারকে নিয়ে উৎসবে মেতে উঠেছেন জেমাইমা, রিচারা। আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ক্রিকেট ম্যাচ। সেই লড়াইয়ে স্মৃতি মুখোমুখি হলেন তাঁর হবু বর পলাশ মুচ্ছলের। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

ম্যাচকে ঘিরে রীতিমতো আনন্দের ধুম। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, স্মৃতি এবং পলাশ দু'জনেই তাঁদের নিজ নিজ দলের নেতৃত্ব দিচ্ছেন। দুই দলের নাম 'টিম গ্রুম' এবং 'টিম ব্রাইড'। দুই দলের অধিনায়ক পলাশ এবং স্মৃতি। শাফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগেজ, রেণুকা সিং, রাধা যাদব, রিচা ঘোষ-সহ অন্যান্যরা রয়েছেন স্মৃতির দলে।

টসে জিতলেও ম্যাচ হেরে যায় মুচ্ছলের দল। জেতার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে 'টিম ব্রাইড'। অনেকেই আবার হাতে তুলে নেন স্টাম্প। তারপর শিশুসুলভ উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে। দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাতও মেলান। সেই সময় চোখাচুখি স্মৃতি-পলাশ। দুষ্টু চোখে মিষ্টি হাসি নিয়ে একে অপরকে আলিঙ্গনও করেন তাঁরা। যা তারিয়ে তারিয়ে উপভোগ করেন উপস্থিত সকলে।

বিশ্বজয়ের মাঠে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। চমক দেওয়ার জন্য স্মৃতির চোখ বেঁধে রাখা ছিল। তবে বিশ্বজয়ের মাঠ বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। তাঁর পরনে ছিল লাল গাউন। পলাশ পরে ছিলেন ছাই রঙের স্যুট। পিচের ঠিক মাঝখানে এনে স্মৃতির চোখের বাঁধন খুলে দেন পলাশ। তারপর হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব। উত্তরটা যে ‘হ্যাঁ’, সেটা নিশ্চয়ই আলাদা করে বলার দরকার পড়ে না। সঙ্গে একরাশ লাল গোলাপ। স্মৃতিও পলাশের হাতে আংটি পরিয়ে দেন। তারপর বিশ্বজয়ের মঞ্চকে সাক্ষী রেখে একে-অপরকে জড়িয়ে ধরেন। আর এবার ক্রিকেট ম্যাচের পরেও দু'জন আনন্দের হাজার বন্ধন অনুভব করলেন আলিঙ্গনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মন্ধানা।
  • নতুন জীবনের পথচলার আগে ভারতীয় দলের তারকা ব্যাটারকে নিয়ে উৎসবে মেতে উঠেছেন জেমাইমা, রিচারা।
  • আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ক্রিকেট ম্যাচ।
Advertisement