সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের বিয়ে আপাতত স্থগিত। আদৌ বিয়ে হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, পলাশের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ উঠেছে। দুই পক্ষের কেউই মুখ খোলেনি বিষয়টি নিয়ে। তবে যাবতীয় জল্পনার মধ্যে নয়া পদক্ষেপ দু'জনেরই। সোশাল মিডিয়ায় স্মৃতি ও পলাশের কাজে মনে করা হচ্ছে, হয়তো পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে।
কী করেছেন তাঁরা? শুধু ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন। দু'জনের বায়োতেই এখন 'ইভিল আই' ইমোজি। যেটা ব্যবহার করা হয়, যেন 'নজর না লাগে' এটা বোঝানোর জন্য। আসলে স্মৃতির বিয়ে ও তার আগের অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরেই চর্চায় ছিল। তাঁদের একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয়। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে স্থগিত হয়েছে। তাই কি 'ইভিল আই' ব্যবহার করা হচ্ছে? যাতে তাঁদের সম্পর্কে কারও 'নজর না লাগে'? তাছাড়া একই সময় দু'জনের বায়ো বদলানোর অর্থ, একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে তাঁদের দূরত্বের জল্পনাও উড়িয়ে দিচ্ছেন অনেকে।
আরও একটি বিষয় হল, পলাশের নামে অনেক অভিযোগ উঠলেও সোশাল মিডিয়া থেকে এখনও দু'জনের ছবি-ভিডিও মুছে দেননি স্মৃতি। পলাশের ইনস্টা হ্যান্ডলের প্রোপোজের ভিডিওতে এখনও স্মৃতির ট্যাগ রয়েছে। ফলে ভক্তদের প্রত্যাশা, 'পালরীতি'র বিয়ের সম্ভাবনা ফের উজ্জ্বল হচ্ছে।
সম্প্রতি শোনা গিয়েছিল, বিয়ের ঠিক আগের দিনই এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে পলাশকে। তারপর থেকেই নেটদুনিয়ায় প্রশ্ন, কে এই কোরিওগ্রাফার? জল্পনায় উঠে আসে নন্দিকা দ্বিবেদীর নাম। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দেন বিয়ের অপর কোরিওগ্রাফার গুলনাজ। সবকিছু ঠিক থাকলে গত ২৩ নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি এবং পলাশের। কিন্তু ওইদিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। অন্যদিকে পলাশের 'চিটিং' জল্পনা। তবে পলাশের মা আশাবাদী, “স্মৃতি আর পলাশ দু’জনেই প্রচণ্ড কষ্টে রয়েছে। পলাশ তো স্বপ্ন দেখত, নতুন বউ নিয়ে বাড়িতে আসবে। আমিও তো ভেবে রেখেছিলাম, ধুমধাম করে নতুন বউকে ঘরে তুলব। তবে সব কিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে।”
