shono
Advertisement
Smriti Mandhana

সতীর্থরা গেলেও এবার 'কৌন বনেগা'তে যাচ্ছেন না স্মৃতি! 'বিয়ে ভাঙা'র মানসিক ধাক্কাতেই সিদ্ধান্ত?

অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে স্মৃতির বিশ্বজয়ী সতীর্থদের অনেকেই যাচ্ছেন।
Published By: Arpan DasPosted: 04:50 PM Nov 26, 2025Updated: 05:17 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে আপাতত স্থগিত। কবে হবে, এমনকী আদৌ হবে কি না, সেই নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন। বাবার অসুস্থতার কারণ রয়েছে, এর সঙ্গে শুরু হয়েছে পলাশের 'চিটিং' জল্পনা। সব ঠিক থাকলে ২৩ নভেম্বর চার হাত এক হত। তারপর ২৬ নভেম্বর, অর্থাৎ বুধবার 'কৌন বনেগা ক্রোড়পতি'র শুটিং রয়েছে। ধাক্কা সামলে সেখানে কি হাজির হবেন স্মৃতি? যে অনুষ্ঠানে দু'বছর আগে গিয়ে ভারতীয় ক্রিকেট তারকা বলেছিলেন, তাঁর পছন্দের পুরুষ কেমন হওয়া উচিত?

Advertisement

শুধু স্মৃতি নয়, অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে আসার কথা রয়েছে হরমনপ্রীত কৌর, হরলিন দেওল, রিচা ঘোষ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা এবং ভারতীয় মহিলা দলের হেড কোচ অমল মজুমদারও থাকবেন। আপাতত সেই তালিকায় শুধু একটি নামই নেই- স্মৃতি মন্ধানা। শেষ পর্যন্ত তিনি বুধবার শুটিংয়ে হাজির হবেন না বলেই মনে করা হচ্ছে। তাঁর বিয়ে ভেঙে যেতে পারে এরকম গুঞ্জনও রয়েছে। সেটার ধাক্কাতেই কি এরকম সিদ্ধান্ত? 

উল্লেখ্য, ২০২৩-এ 'কৌন বনেগা ক্রোড়পতি'তে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কীরকম ছেলে তাঁর পছন্দের? সেখানে তিনি বলেছিলেন, "ভালো ছেলে হতে হবে। সেটাই আসল। তাঁকে যত্নবান হতে হবে এবং আমার খেলাটা বুঝতে হবে। তাঁর মধ্যে এই দুটো গুণ থাকতে হবে। কারণ আমার পক্ষে তাঁকে খুব বেশি সময় দেওয়া সম্ভব হবে না।"

ঘটনাচক্রে পলাশকে নিয়ে 'চিটিং'য়ের অভিযোগ উঠেছে, সেখানে 'সময় দেওয়ার' প্রসঙ্গও আছে। বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরি ডি'কস্টা নামের এক কোরিওগ্রাফারকে। গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও ফাঁস হয়ে যায়। তারপরেই স্থগিত ‘পালরিতি’র বিয়ে। মেরি ডি’কস্টা নামের ওই কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। ওই স্ক্রিনশটে যে চ্যাট দেখা গিয়েছে তা স্মৃতির পক্ষে মেনে নেওয়া কষ্টকর। কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। ভাইরাল হওয়া চ্যাট অনুযায়ী, স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও মেরির কাছে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। এমনকী বিয়ের পরও মেরির সঙ্গে সম্পর্ক রাখতে চান, এমন ইঙ্গিতও মিলেছে পলাশের কথায়। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে আপাতত স্থগিত।
  • কবে হবে, এমনকী আদৌ হবে কি না, সেই নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন।
  • বাবার অসুস্থতার কারণ রয়েছে, এর সঙ্গে শুরু হয়েছে পলাশের 'চিটিং' জল্পনা। সব ঠিক থাকলে ২৩ নভেম্বর চার হাত এক হত।
Advertisement