সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সঙ্গে পলাশ মুছলের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা চলছে নিরন্তর। স্মৃতি মন্ধানার বিয়ে 'ভাঙা'র অনুঘটক হিসাবে তাঁকেই কাঠগড়ায় তুলছে নেটদুনিয়া। অবশেষে মুখ খুললেন সেই মেরি ডি'কস্টা। সাফ জানিয়ে দিলেন, পলাশের সঙ্গে তাঁর কোনওদিন দেখা হয়নি। তবে যে চ্যাটের স্ক্রিনশট ছড়িয়েছে, সেগুলো সত্যি বলে স্বীকার করে নিয়েছেন। দীর্ঘ বিবৃতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেরি।
মঙ্গলবার সকাল থেকে মেরির পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও ওই চ্যাটে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। খানিক ‘দুষ্টু’ আলোচনা, ফ্লার্টিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশটগুলিতে। জল্পনা বাড়তেই ইনস্টাগ্রাম থেকে নিজের যাবতীয় পোস্ট সরিয়ে দেন মেরি।
পরের দিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মেরি। তিনি জানান, 'চ্যাটের স্ক্রিনশট আমি ছড়িয়েছিলাম জুলাই মাস নাগাদ। তখন কেউ নজর করেনি, কারণ পলাশকে কেউ চিনত না। এপ্রিল-মে মাস নাগাদ পলাশের সঙ্গে আমার এই কথোপকথন হয়েছে। কিন্তু ওর সাথে আমার কোনওদিন দেখা হয়নি। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, আমি কোরিওগ্রাফার নই। আমার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় পলাশকে দেখা যায়নি। যেহেতু ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই আমি সবকিছু স্পষ্টভাবে জানিয়ে দিলাম।'
মেরি আরও জানান, তিনি নিজেও স্মৃতির ভক্ত। কোনও মহিলাকে আঘাত করার কথা ভাবতেও পারেন না তিনি। কিন্তু নেটিজেনরা যেভাবে তাঁকে কাঠগড়ায় তুলছেন, সেই কারণেই নিজের সোশাল মিডিয়া প্রাইভেট করেছেন মেরি। নিজের ছবিও সরিয়ে নিয়েছেন। অনুরোধ করেছেন, কেউ যেন তাঁর ছবি অপব্যবহার না করেন। তবে পলাশের চরিত্র নিয়ে যেভাবে নেটদুনিয়ায় কাটাছেঁড়া চলছে, সেটায় খানিকটা সিলমোহর দিয়ে দিয়েছেন মেরি, চ্যাট স্ক্রিনশটের সত্যতা প্রকাশ করে।
