shono
Advertisement
Smriti Mandhana Wedding

হাসপাতাল থেকে বাড়ি এলেন বাবা, স্বস্তি ফিরলেও আদৌ বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি?

আচমকা বাবার অসুস্থতার জন্যই শেষ মুহূর্তে বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বজয়ী ভারতীয় তারকা।
Published By: Sulaya SinghaPosted: 11:11 AM Nov 26, 2025Updated: 03:02 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারো দুশ্চিন্তা, টানাপোড়েনের পর মন্ধানা পরিবারে স্বস্তি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস। আচমকা বাবার অসুস্থতার জন্যই শেষ মুহূর্তে বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বজয়ী ভারতীয় তারকা। জানিয়েছিলেন, বাবা যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছেন, ততক্ষণ পলাশ মুছলের (Palash Muchchal) সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে নারাজ তিনি।  কিন্তু এরই মাঝে সামনে এসেছে একাধিক ঘটনার কথা। বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়েছে। তাই প্রশ্ন উঠছে, বাবা সুস্থ হলেও আদৌ কি এখনই বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি?

Advertisement

বিশ্বকাপের সময়ই জানা গিয়েছিল, ২৩ নভেম্বর স্মৃতি-পলাশের (Smriti Mandhana-Palash Muchchal Wedding) বিয়ে। সেই অনুযায়ী, বিয়ের তারিখের বেশ অনেকদিন আগে থেকেই জমজমাট ছিল স্মৃতিদের বাড়ি। বিশ্বজয়ের মাঠে পলাশের হাঁটু মুড়ে স্মৃতিকে প্রোপোজ থেকে বরপক্ষ-কনেপক্ষের ক্রিকেট, স্মৃতির বিয়েতে (Smriti Mandhana Wedding) ভারচুয়ালি শামিল হয়েছিল গোটা দেশ। সতীর্থর হলদি, মেহেন্দি, সঙ্গীতে মেতে উঠেছিলেন বিশ্বজয়ী ক্রিকেটাররা। ভাইরাল হয় সেসব রিল-ভিডিও। কিন্তু হঠাৎই ছন্দপতন। হৃদরোগে আক্রান্ত হন শ্রীনিবাস। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপরই স্থগিত হয় স্মৃতি-পলাশের বিয়ে।

স্মৃতি-পলাশ। ফাইল ছবি।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্মৃতির বাবার শারীরিক পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল। হার্টও বিপন্মুক্ত। এঞ্জিওগ্রাফিতে স্পষ্ট যে হার্টে কোনও ব্লকেজ নেই। সুতরাং, মন্ধানা পরিবারের দুশ্চিতার আর কোনও কারণ নেই। তবে বলে রাখা ভালো, স্মৃতির বাবা বাড়ি ফিরলেও পরিবারের তরফে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে আর কোনও আপডেট দেওয়া হয়নি। পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই।

কারণ ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছে মেরি ডি কোস্টা নামটি। এই কোরিওগ্রাফারের সঙ্গে নাকি সম্পর্ক স্মৃতির হবু স্বামীর। তাঁকে গোপন চ্যাটও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি, এই কারণেই বিয়ে স্থগিত করেছেন স্মৃতি। সমাজমাধ্যম থেকে মুছে ফেলেছে নিজের এবং পলাশের বিয়ে সংক্রান্ত যাবতীয় ভিডিও এবং ছবিও। এবার দেখার, শ্রীনিবাস সুস্থ হওয়ার পর জল্পনার মোড় কোন দিক নেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাজারো দুশ্চিন্তা, টানাপোড়েনের পর মন্ধানা পরিবারে স্বস্তি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস।
  • আচমকা বাবার অসুস্থতার জন্যই শেষ মুহূর্তে বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বজয়ী ভারতীয় তারকা।
  • জানিয়েছিলেন, বাবা যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছেন, ততক্ষণ পলাশ মুচ্ছলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে নারাজ তিনি।
Advertisement