shono
Advertisement

Breaking News

T20 World Cup

বিশ্বকাপের ফেভারিট কে? সূর্যদের কাপ জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সৌরভ

বৃহস্পতিবার বিকেলে ইডেন ঢুকে প্রথমে স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করেন সৌরভ। শেষবেলায় নানা খুঁটিনাটি বিষয়ে কর্তাদের নির্দেশও দেন।
Published By: Anwesha AdhikaryPosted: 10:15 AM Jan 30, 2026Updated: 01:48 PM Jan 30, 2026

দু'দিন আগেই শহরে ফিরেছেন দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগে কোচিং পর্ব সেরে। তারপরই পুরোদমে প্রশাসক হিসাবে কাজ শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ইডেন ঢুকে প্রথমে স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করলেন। শেষবেলায় নানা খুঁটিনাটি বিষয়ে কর্তাদের নির্দেশও দিলেন। তারপর একটার পর একটা বৈঠক সারলেন সিএবি সভাপতি।

Advertisement

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। প্রথমদিনই ম্যাচ রয়েছে ইডেনে। তাই প্রস্তুতিতে যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে চান সৌরভ। পাশাপাশি এদিন আসন্ন বিশ্বকাপ নিয়েও মুখ খুলেছেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক বেছে নিয়েছেন সেমিফাইনালের সম্ভাব্য চার দলকে। সৌরভের কথায়, “কারা সেমিফাইনাল খেলবে সেটা এখনই বলা কঠিন। তবে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি।"

সূর্যকুমার যাদবদের ভূয়সী প্রশংসা করে সৌরভ আরও বলেন, "বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় দল অবশ্যই ভারত। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাও দৌড়ে আছে। নিউজিল্যান্ডের কথাও বলব। ওরা এই বিশ্বকাপের কালো ঘোড়া।" ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দুরন্ত ব্যাটিং করছে ভারত। তা নজর এড়ায়নি সৌরভের। ভারতের শক্তি প্রসঙ্গে তাঁর বার্তা, "ভারতের ব্যাটিং লাইন আপ তো দুর্দান্ত। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবরা তো আছেই। ঈশান কিষানও ভালো ফর্মে রয়েছে। সঙ্গে বোলিংয়ে জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী আছে।"

সৌরভের কথায়, “কারা সেমিফাইনাল খেলবে সেটা এখনই বলা কঠিন। তবে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি।"

প্রসঙ্গত, গত সপ্তাহেই ইডেন পরিদর্শনে এসেছিলেন আইসিসি প্রতিনিধিরা। মাঠ থেকে শুরু করে কর্পোরেট বক্স, দর্শকাসন এবং ইডেনের অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখে এই যৌথ প্রতিনিধি দল। বিশ্বকাপের প্রস্তুতি দেখে তাঁরা সন্তুষ্ট। তবে গ্রুপ পর্বে এবার এমনিতেই ইডেনে কোনও বড় ম্যাচ নেই। বাংলাদেশ না খেলায় দর্শকদের আগ্রহ আরও কমবে বলেই অনুমান। সুপার এইটে ভারতের একটা ম্যাচ পেয়েছে ইডেন। গ্রুপ পর্বে মাঠ ভরবে কি না, সেটা নিয়ে প্রশ্ন ছিলই। যদিও সিএবি কর্তারা এসব নিয়ে ভাবছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement