shono
Advertisement

Breaking News

Virat Kohli

ইনস্টাগ্রাম থেকে হঠাৎ উধাও বিরাট! 'বউদি' অনুষ্কার কাছে জবাব চাইছে উদ্বিগ্ন ভক্তরা

ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে বিরাটের। ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি ফলোয়ার তাঁর।
Published By: Anwesha AdhikaryPosted: 08:46 AM Jan 30, 2026Updated: 12:59 PM Jan 30, 2026

ক্রিকেট থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন। দেশের জার্সিতে কেবল ওয়ানডে খেলেন। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সরিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)! বৃহস্পতিবার গভীর রাত থেকে নেটিজেনরা আচমকাই আবিষ্কার করেন, ইনস্টাগ্রামে বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। তারপর থেকেই কোহলিভক্তদের প্রশ্ন, তাহলে কি সোশাল মিডিয়া থেকেও এবার অবসর নিলেন চিকু?

Advertisement

ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে বিরাটের। ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি ফলোয়ার তাঁর। অ্যাকাউন্ট উধাও হয়ে যাওয়ার আগে পর্যন্ত ২৭০ মিলিয়ন ফলোয়ার ছিল বিরাটের। কিন্তু ইনস্টাগ্রামে সার্চ করে দেখা যাচ্ছে, ভেরিফায়েড অ্যাকাউন্ট নট ফাউন্ড। এমনকি বিরাটের দাদা বিকাশ কোহলির ইনস্টাগ্রামও খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। তবে বিরাটপত্নী অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, টেকনিক্যাল কোনও সমস্যার জন্যই বিরাটের ইনস্টাগ্রাম উধাও হয়ে গিয়েছে।

বিরাটের ইনস্টা অ্যাকাউন্ট না পেয়ে নেটিজেনদের প্রশ্নের ঝড় আছড়ে পড়েছে অনুষ্কার উপরে। বলি অভিনেত্রীর পোস্টে গিয়ে বিরাটভক্তদের প্রশ্ন, 'বউদি, দাদার অ্যাকাউন্ট কোথায় গেল?' একের পর এক মিম তৈরি হয়েছে। গোটা বিষয়টি নিয়ে চলছে মশকরাও। কেউ বলছেন, বিরাট এবার সন্ন্যাসী হয়ে যাবেন তাই একে একে সব ছেড়ে দিচ্ছেন। আবার কারোওর মত, বিরাটের ইনস্টাগ্রামের চ্যাট নাকি অনুষ্কা পড়ে ফেলেছেন। তারপরেই অ্যাকাউন্ট উধাও। কারোর আবার মনে পড়ছে, কীভাবে অবনীত কৌরের পোস্ট লাইক করে বিপাকে পড়েছিলেন বিরাট। হয়তো আবারও সেরকম কোনও ঘটনা ঘটেছে।

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে গেলেও এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে সক্রিয় ছিল কিং কোহলির ভেরিফায়েড অ্যাকাউন্ট। এখনও গোটা বিষয়টি বিরাটের তরফে মুখ খোলা হয়নি। তাই একের পর এক তত্ত্ব উঠে আসছে ক্রিকেটপ্রেমীদের মনে। শেষবার বিরাটকে দেখা গিয়েছিল লন্ডনে। নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন, ভক্তদের সঙ্গে পথে নেমে সেলফিও তুলেছেন। তবে অন্তত ১০ ঘণ্টা পরে আবারও ফিরে আসে বিরাটের অ্যাকাউন্ট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement