টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে অন্তহীন নাটক চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দিচ্ছিল। যদিও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে নিয়ে সেদেশেই সমালোচনা শুরু হয়ে যায়। এবার ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানেও কটাক্ষ করতে ছাড়লেন না। নাইট রাইডার্সের অধিনায়ক বলেই দিচ্ছেন, বিশ্বকাপ বয়কট করার মতো সাহস বা দম পাকিস্তানের নেই।
পাকিস্তানের প্রাক্তন তারকাদের অনেকেই এই নাটক নিয়ে চূড়ান্ত বিরক্ত। প্রকাশ্যে তাঁরা সমালোচনাও করেছেন। এবার পাকিস্তানকে পাল্টা দিলেন ভারতের তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে। এক ওয়েবসাইটের শো'তে তিনি পরিষ্কার জানিয়ে দেন, পাকিস্তান মুখে যতই বয়কটের কথা বলে যাক না কেন, বাস্তবে সেই ক্ষমতা তাদের নেই। রাহানে বলেন, "আমার মনে হয় না ওরা বিশ্বকাপ বয়কট করবে। ওদের কি সেই সাহস রয়েছে? আবারও বলছি, ওরা বয়কট করার সিদ্ধান্ত নেবে না। ওরা বিশ্বকাপ খেলবেই।"
আমার মনে হয় না ওরা বিশ্বকাপ বয়কট করবে। ওদের কি সেই সাহস রয়েছে? আবারও বলছি, ওরা বয়কট করার সিদ্ধান্ত নেবে না। ওরা বিশ্বকাপ খেলবেই।
পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি না, তা জানা যাবে শুক্র অথবা সোমবার। গত সোমবারই বিশ্বকাপ বয়কটের ব্যাপারে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের প্রধান মহসিন নকভি। ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে সূত্রের খবর, পাকিস্তান নাকি ইতিমধ্যেই কলম্বোর বিমানের টিকিট বুক ফেলেছে। পাকিস্তান ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলে কলম্বোয় যাবে। সঙ্গে অজি দলও থাকবে। ২ ফেব্রুয়ারি কলম্বোয় যাওয়ার কথা সলমন আলি আঘা, শাহিন শাহ আফ্রিদিদের।
আইসিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, বিশ্বকাপ না খেললে বার্ষিক চুক্তির টাকা পিসিবি পাবে না। সে ক্ষেত্রে ৩১৬ কোটি টাকা লোকসান হবে বাবরদের ক্রিকেট বোর্ডের। এই টাকা না পেলে পাক ক্রিকেটের কার্যত ভিখারির দশা হবে। সেই কারণে বিশ্বকাপ বয়কটের মতো চরম সিদ্ধান্ত নিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারবে না তারা। তাই ধরে নেওয়া যায়, ভারতের বিরুদ্ধে নামবে পাক দল। জানা গিয়েছে, ম্যাচ হবে মনে করেই এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করছে শ্রীলঙ্কা। এই ধরনের নিরাপত্তা সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপ্রধানদের। যা এবার বিশ্বকাপের জন্যও নিযুক্ত হতে চলেছে। ক্রিকেটাররা বিমানবন্দর থেকে বেরনোর পর ফের বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র বাহিনীর আওতায় থাকবেন। ভারত-পাকিস্তান ম্যাচে সেই নিরাপত্তা আরও জোরাল করা হবে।
