shono
Advertisement

Breaking News

Babar Azam

সম্মান জানাতে গিয়ে বাবরকে চিনতেই পারলেন না পাক কোচ! হেসে লুটোপুটি নেটিজেনরা

সাত বছর পর অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হারিয়েছে পাকিস্তান। লাহোরে ২২ রানে অজি বাহিনীকে হারিয়েছেন সলমন আঘারা। তবে তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ শুরুর ঠিক আগেই গদ্দাফি স্টেডিয়ামে ঘটে গিয়েছে অবাক করা ঘটনা।
Published By: Prasenjit DuttaPosted: 12:53 PM Jan 30, 2026Updated: 02:49 PM Jan 30, 2026

সাত বছর পর অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হারিয়েছে পাকিস্তান। লাহোরে ২২ রানে অজি বাহিনীকে হারিয়েছেন সলমন আঘারা। তবে তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ শুরুর ঠিক আগেই গদ্দাফি স্টেডিয়ামে ঘটে গিয়েছে অবাক করা ঘটনা। যেখানে পাকিস্তানের হেডকোচ চিনতে পারলেন না বাবর আজমকে (Babar Azam)। যা নিয়ে তিনি হাস্যস্পদ হয়েছেন নেটদুনিয়ায়।

Advertisement

ঠিক কী ঘটেছে? ঘরের মাঠে ১০০তম আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন বাবর আজম। শততম ম্যাচের মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য তাঁকে বিশেষ সম্মান জানানোই উদ্দেশ্য ছিল দলের সকলের। প্রধান কোচ মাইক হেসন-সহ দলের সকলেই মাঠে এক বৈঠকে উপস্থিত হয়। সেখানে কথা বলতে গিয়েই বাবরকে বেমালুম ভুলে যান তিনি। চোখের সামনেই দাঁড়িয়ে ছিলেন পাক ব্যাটার। অথচ চিনতে পারেননি। এতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কোচের কথাতেও জড়তা ধরা পড়ে। যদিও দ্রুত পুরো বিষয়টি হাসির খোরাক হয়ে ওঠে। পাক কোচ হেসনকে অবশ্য নিজেকে সামলে বাবরকে মাইলফলক অর্জনের জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায়।

কোচ যখন বাবরকে চিনতে হিমশিম খাচ্ছেন, তখন দলের অনেকেই হাসি চেপে রাখতে পারেননি। সোশাল মিডিয়ায় অনেকেই খোঁচা মেরে বলছেন, 'ঠিকই তো আছে। বাবর এমন কিছু করেননি যে, ওকে মনে রাখতে হবে।' কেউ আবার লিখছেন, 'এই হল পাকিস্তান দলের অবস্থা। দলের কোচই ক্রিকেটারদের চিনতে পারেন না।' উল্লেখ্য, বিগ ব্যাশে বাবর আজমের কাণ্ডকারখানা দেখে বিরক্ত হয়ে পাক ক্রিকেটপ্রেমীরা ধ্বনি তুলেছিলেন, খেলতে হবে না বরং পাকিস্তানে ফিরে আসুন বাবর। বিগ ব্যাশের মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে ফিরেছেন তিনি।

অস্ট্রেলিয়ার লিগে সিডনি সিক্সার্সের হয়ে বারবার ডট বল খেলেছিলেন বাবর। বড় রানও করতে পারেননি। স্ট্রাইক রেটও আহামরি ছিল না। সেই ধারাই অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বজায় ছিল। প্রথম টি-টোয়েন্টিতে ২০ বলে তাঁর সংগ্রহ মাত্র ২৪ রান। স্ট্রাইক রেট ছিল মাত্র ১২০। টি-টোয়েন্টি ক্রিকেটে যা একেবারেই বেমানান। অ্যাডাম জাম্পার গুগলিতে ঠকে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। যা নিয়ে আবারও ট্রোল হতে হয়েছে তাঁকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ১৬৮ রান। জবাবে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ২০১৮ সালের পর অজিদের হারিয়েছে পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement