shono
Advertisement
Sourav Ganguly

সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটারদের একজন হতে পারেন পন্থ, ভূয়সী প্রশংসা সৌরভের

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে ক্রিকেটে কামব্যাক করেছেন পন্থ। জিতেছেন টি-২০ বিশ্বকাপ।
Published By: Anwesha AdhikaryPosted: 04:38 PM Sep 09, 2024Updated: 04:38 PM Sep 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম হওয়ার দিকে এগোচ্ছেন ঋষভ পন্থ। এমনটাই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের মতে, পন্থ যথেষ্ট প্রতিভাবান। ইতিমধ্যেই একাধিক নজরকাড়া পারফরম্যান্স করেছেন জাতীয় দলের জার্সিতে। এই ফর্ম ধরে রাখলে আগামী দিনে আরও উন্নতি করবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।

Advertisement

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে ক্রিকেটে কামব্যাক করেছেন পন্থ। জিতেছেন টি-২০ বিশ্বকাপ। এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে সুযোগ পেলেন পন্থ। যদিও তারকা উইকেটকিপার দলে থাকবেন সেটা মোটামুটি নিশ্চিত ছিলই। আপাতত দলীপ ট্রফিতে খেলছেন পন্থ। ইন্ডিয়া বি দলের হয়ে খেলছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।

[আরও পড়ুন: সাহস জোগাচ্ছে পাকিস্তান সিরিজের সাফল্য, ভারতকেও টেস্টে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ]

দলীপে পন্থের পারফরম্যান্সের পরেই কলকাতার একটি অনুষ্ঠানে তাঁর ভূয়সী প্রশংসা করেন সৌরভ। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের কথায়, "আমি মনে করি ভারতের সেরা টেস্ট ব্যাটারদের মধ্যে অন্যতম ঋষভ পন্থ। টেস্ট দলে ওর প্রত্যাবর্তনে আমি একটুও অবাক নই। ভারতের হয়ে এখনও অনেক দিন খেলবে পন্থ। যদি এভাবে পারফর্ম করতে থাকে তাহলে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে একজন হয়ে উঠবে।"

তবে সংক্ষিপ্ত ফরম্যাটগুলোতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট। তবে সৌরভের মতে, "ঋষভ যথেষ্ট প্রতিভাবান। আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হয়ে উঠবে পন্থ।" বঙ্গ পেসার আকাশ দীপ সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। তিনিও আগামী দিনে নজর কাড়বেন বলে আশাবাদী সৌরভ।

[আরও পড়ুন: ‘ভারত তোমাদের নিয়ে গর্বিত’, প্যারালিম্পিকে অ্যাথলিটদের সাফল্যে অভিনন্দন বার্তা নীরজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপাতত দলীপ ট্রফিতে খেলছেন পন্থ। ইন্ডিয়া বি দলের হয়ে খেলছেন তিনি।
  • দলীপে পন্থের পারফরম্যান্সের পরেই কলকাতার একটি অনুষ্ঠানে তাঁর ভূয়সী প্রশংসা করেন সৌরভ।
  • সংক্ষিপ্ত ফরম্যাটগুলোতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট।
Advertisement