স্টাফ রিপোর্টার: মহিলাদের বিশ্বজয়ের পর শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছিলেন তিনি। এক্স হ্যান্ডলে নিজের বক্তব্য রেখেছিলেন। আবার ইডেনে বিশ্বজয়ী রিচা ঘোষের সংবর্ধনায় তাঁকে ভারতের ভাবী অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তা সত্ত্বেও সমালোচনা হয়েছে প্রাক্তন অধিনায়ককে নিয়ে। এবার তাঁর জবাব দিলেন সৌরভ। তবে শুধু কথায় নয়, কাজেও।
২০১৯ থেকে ২০২২ পর্যন্ত সৌরভ বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। সেই সময় মহিলা ক্রিকেটারদের সমবেতনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মহিলা আইপিএলের ঘোষণাও তিনি করেন। আবার গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গে যুক্ত ছিলেন। যে দলে জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মারা খেলেন। সেই নিয়ে সৌরভ বলছেন, "বিশ্বকাপ শুরুর সময়ই আমি এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলাম যে, ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। এই টিমটা দুর্দান্ত। পাশাপাশি আমি দীর্ঘদিন মহিলা ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছি। আমি দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি জানি এরা কতটা প্রতিভাবান।"
বিশ্বজয়ের পরই শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। কিন্তু তারপর বিতর্ক শুরু হয় সৌরভের একটি পুরনো সাক্ষাৎকার নিয়ে। ২০১২ সালের একটি ভিডিওর অংশ বিশেষে সানার ক্রিকেট খেলার বিষয়ে প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, "আমি তাকে বারণ করব। মেয়েদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই।" ওই অংশ নিয়ে প্রবল সমালোচনা হয়। তা নিয়ে মহারাজ জানান, "কারা কী বলছেন আমি জানি না। ওঁদেরকে বলতে দিন। আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। যার আগের ও পরের অংশ কেটে একটা বিশেষ অংশ চালানো হয়েছে। যাঁরা বিতর্ক বাঁধাচ্ছেন, তাঁরা এক্স হ্যান্ডলে গিয়ে দেখে নিন, মহিলা ক্রিকেট নিয়ে আমার কী বক্তব্য।"
ঠিক কী লিখেছিলেন সৌরভ? ৩০ সেপ্টেম্বরের সেই পোস্টে তিনি লিখেছিলেন, 'আজ বিশ্বকাপ শুরু হচ্ছে। আমি ২০১৯ থেকে খুব কাছ থেকে মহিলা দলকে দেখছি। গতবার মহিলাদের প্রিমিয়ার লিগেও যুক্ত ছিলাম। আমি দেখেছি ভারতের মহিলা দল কতটা প্রতিভাবান ও শক্তিশালী। তাঁদের জন্য একটা দারুণ বিশ্বকাপ অপেক্ষা করে আছে। অল দ্য বেস্ট।'
আর বিশ্বজয়ের পর সৌরভ লিখেছিলেন, ‘এমন ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। কী দারুণ প্রতিভা, সাহস আর প্যাশন। বিশ্বমঞ্চে তোমরা ভারতের নাম উজ্জ্বল করলে।’
