shono
Advertisement
Sourav Ganguly'

কোচ হিসাবে প্রথম জয়ের স্বাদ পেলেন সৌরভ, সৌজন্যে দুই তারকার ছয় ছক্কা

হেডকোচ হিসাবে প্রথম দু'ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল সৌরভকে।
Published By: Subhajit MandalPosted: 02:00 PM Jan 01, 2026Updated: 02:00 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডকোচ হিসাবে তাঁর কেরিয়ারের সূচনাটা একেবারেই সুখের হয়নি। প্রথম দু'ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল। অবশেষে তৃতীয় ম্যাচে গিয়ে জয়ের মুখ দেখল প্রিটোরিয়া ক্যাপিটালস। সেটাও বিরাট ব্যবধানে। কোচ হিসাবে প্রথম জয়ের স্বাদ পেলেন বাংলার মহারাজ। সৌজন্যে দুই তারকার মারা পরপর ছয় ছক্কা।

Advertisement

বুধবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস ২২০ রান তুলে দেয়। সৌজন্যে ডেওয়াল্ড ব্রেভিস এবং শেরফানে রাদারফোর্ড জুটি। দু’জনে মিলে ২৭ বলে ৮৪ রানের জুটি গড়েন। তার মধ্যে শেষ তিন ওভারেই ৭২ রান তোলেন। এর মধ্যে এক পর্যায়ে টানা ৬টা ছক্কা হাঁকান দুই তারকা মিলে। তিনি ১৫ বলে ঝোড়ো ৪৭ রানের ইনিংস খেলেছেন রাদারফোর্ড। ব্রেভিস করেন ১৩ বলে ৩৬ রান। অবশ্য তার আগে উইহান লুবে ৩৬ বলে ৬০ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায় এমআই কেপ টাউন। রায়ান রিকেলটনের ৭৭ বলে ৩৩ ছাড়া উল্লেখ করার মতো তেমন সাফল্য নেই কারও।

অধিনায়ক, মেন্টর, ডিরেক্টর অব ক্রিকেট, বিসিসিআই প্রেসিডেন্ট-সব ভূমিকাতেই সাফল্য পেয়েছেন সৌরভ। কোচিং কেরিয়ারের শুরুটা খারাপ হলেও আশা ছাড়েননি। বিশ্বাস রেখেছিলেন দল ঘুরে দাঁড়াবে। মহারাজের সেই আশার মর্যাদা দিলেন ক্রিকেটাররা। এই এক জয়েই প্রিটোরিয়া পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল। টুর্নামেন্টে আগামী দিনে আরও ভালো করার আশায় ক্যাপিটালস ম্যানেজমেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হেডকোচ হিসাবে তাঁর কেরিয়ারের সূচনাটা একেবারেই সুখের হয়নি।
  • প্রথম দু'ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল।
  • অবশেষে তৃতীয় ম্যাচে গিয়ে জয়ের মুখ দেখল প্রিটোরিয়া ক্যাপিটালস।
Advertisement