সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা-বিরাট কোহলিদের ইতিমধ্যে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমে পড়তে দেখা গিয়েছে। কোহলি তো নতুন বছরেও একটা ম্যাচ খেলবেন। নিউজিল্যান্ড সিরিজ খেলতে নামার আগে। এবার আরও বেশি তারকাদ্যুতি যোগ হতে চলেছে বিজয় হাজারে ট্রফিতে। সব কিছু ঠিকঠাক চললে, শুভমান গিল-কেএল রাহুল-রবীন্দ্র জাদেজা, তিন জনেই নতুন বছরে খেলতে নামবেন বিজয় হাজারে ট্রফি।
আসলে জাতীয় দলের খেলা না থাকলে, নিদেনপক্ষে দু'টো ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা আন্তর্জাতিক তারকাদের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিয়েছে ভারতীয় বোর্ড। সেই নির্দেশিকায় মান্যতা দিয়ে গিল এবং রাহুলও খেলবেন ঘরোয়া ক্রিকেট। খবর যা, তাতে আগামী ৩ জানুয়ারি এবং ৬ জানুয়ারি পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে খেলতে নামবেন গিল। জয়পুরে। বিজয় হাজারে ট্রফিতে শক্ত গ্রুপে রয়েছে গিলের পাঞ্জাব। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে মুম্বই।
কর্নাটক ক্রিকেট সংস্থা নিশ্চিত করতে না পারলেও কে এল রাহুলও ৩ জানুয়ারি এবং ৬ জানুয়ারি ত্রিপুরা এবং রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবেন বলে খবর। এদিকে রবীন্দ্র জাদেজা ৬ এবং ৮ জানুয়ারি দুটি ম্যাচ খেলতে চলেছেন। সৌরাষ্ট্রের হয়ে তিনি খেলবেন সার্ভিসেস এবং গুজরাটের বিরুদ্ধে। সব মিলিয়ে এই ৩ মহাতারকার আগমন দ্যুতি ছড়াবে বিজয় হাজারেতে। তাছাড়া আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, সেই সিরিজের প্রস্তুতিও সেরে ফেলতে পারবেন মহাতারকারা।
উল্লেখ্য, বিরাট, রোহিত, গিল, রাহুল, জাদেজা প্রত্যেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে খেলার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তাঁরা।
