সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারত। এবার হরমনপ্রীত কৌরদের লক্ষ্য, ইংল্যান্ড থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরা। জুন-জুলাইয়ে বসবে এই মেগা ইভেন্টের আসর। নতুন বছরের অভিযান শুরুর আগে বিশ্বকাপজয়ী সতীর্থদের নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে দেখা গেল স্মৃতি মন্ধানাকে।
ভারতীয় দলের বাঁহাতি ওপেনারের সঙ্গে ছিলেন শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডিরা। জ্যোতির্লিঙ্গ মন্দিরে তাঁরা ভস্ম আরতি করেন। কী এই ভস্ম আরতি? ভোরবেলা পবিত্র ভস্ম বা ছাই দিয়ে ত্রিকালদর্শী মহাদেবকে আরতি করাকেই ভস্ম আরতি বলে। ভারতীয় ক্রিকেটারদের মন্দির প্রাঙ্গণে বসে প্রার্থনা করতে দেখা যায়। পুরোহিতের কাছে আশীর্বাদও গ্রহণ করেন তাঁরা।
গত মঙ্গলবারই শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে চুনকাম করেছে ভারত। যা একটা নজিরও। এই নিয়ে মোট তিন বার ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন ভারতের মেয়েরা। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০২৪ সালে বাংলাদেশকে একই ব্যবধানে হারানোর পর ২০২৫ সালে এমন সাফল্য পেল ভারত। পলাশ পর্ব অতীত করে এই সিরিজেই মহিলাদের ক্রিকেট ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসাবে ইতিহাসও গড়েন স্মৃতি। চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ঝড় সামলে ফর্মে ফেরার ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। দ্রুততম মহিলা ক্রিকেটার হিসাবে দশ হাজারি ক্লাবে পৌঁছন তিনি।
এখন স্মৃতি-সহ ভারতীয় দলের লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ২০২৪ সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগের সংস্করণে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল উইমেন ইন ব্লু-কে। তবে বিশ্বকাপের পর কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি হরমনপ্রীতের ভারত। ওয়েস্ট ইন্ডিজ (২-১), ইংল্যান্ড (৩-২) এবং শ্রীলঙ্কার (৫-০) বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে ভারতীয় দলকে। নতুন বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং মে মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতের মেয়েরা। তার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেলেন স্মৃতিরা।
