shono
Advertisement
Gautam Gambhir

গুরু গম্ভীরের জমানায় ফিরছে 'চ্যাপেল সংস্কৃতি'? ড্রেসিংরুমের গুরুগম্ভীর পরিবেশে অশনি সংকেত

টিম সংস্কৃতি তৈরি করা থেকে প্লেয়ারদের সঙ্গে সংযোগ, কোনওটাই ঠিকঠাক হচ্ছে না গম্ভীরের আমলে।
Published By: Arpan DasPosted: 09:50 AM Jan 15, 2025Updated: 10:08 AM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রাবিড়-জমানা যেভাবে শেষ হয়েছিল, ঠিক তার বিপরীত ছবিটা গম্ভীর-যুগে। আসলে 'গুরু গম্ভীরে'র সময়ে গোটা পরিবেশ বড্ড 'গুরুগম্ভীর'। টেস্ট হোক বা ওয়ানডে, বিপর্যয়ের ছবিটা একই রকম। সেই সঙ্গে প্রকাশ্যে আসছে দলের মধ্যে ফাটলের গুঞ্জন। সব মিলিয়ে আতঙ্ক, গ্রেগ চ্যাপেলের জমানা আবার ফিরে আসছে না তো?

Advertisement

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম। দশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হাতছাড়া। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে পান থেকে চুন খসলে যে গম্ভীরের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, সেটা আর নতুন করে বলার নয়। তবে সমস্যা শুধু মাঠের পারফরম্যান্সে নয়। তার আগের একাধিক ধাপ, অর্থাৎ টিম সংস্কৃতি বা প্লেয়ারদের সঙ্গে ঠিকঠাক সংযোগ, কোনওটাই হচ্ছে না।

অথচ আগের দুই জমানায় সেটা এত গুছিয়ে হয়েছে, যে গম্ভীরের আমলে এসে তা আরও বেশি করে চোখে পড়ছে। রবি শাস্ত্রীর মতো ক্রিকেটারদের নিয়ে গমগমে কথা বলে তাঁদের 'সুপারম্যান' বানিয়ে দেন না। কিংবা রাহুল দ্রাবিড় কিংবা জন রাইটের মতো নিজেদের নেপথ্যে রেখে ক্রিকেটারদের সমস্ত কৃতিত্ব দিয়ে দেন না। অনেকেরই মনে হচ্ছে, 'গ্রেগ চ্যাপেল পার্ট-টু' হয়ে এসেছেন গম্ভীর। এক প্রাক্তন নির্বাচক তো বলেই দিয়েছেন, "চ্যাপেলের সংস্কৃতি ভারতে একেবারেই কাজ করবে না।"

সেটা প্রমাণিত সত্য। দলের সিনিয়র প্লেয়ারদের মধ্যে এই নিয়ে যথেষ্ট ক্ষোভ আছে বলেই খবর। অথচ প্রায় একযুগ ধরে এরাই খেলে চলেছেন। সিরিজের মাঝপথে কেন অশ্বিন অবসর নিলেন, তা এখনও রহস্য। বিরাট কোহলির বারবার একই ভুল নিয়ে কোচ কী করছেন? শোনা যাচ্ছে, দুমাসের অজি সফরে মাত্র একবার টিম ডিনার হয়েছে। তার মধ্যে গম্ভীরের আপ্তসহায়ক অজি সফরে ছায়াসঙ্গীর মতো লেগে ছিলেন। এমনকী গাড়িতে যখন নির্বাচক ও গম্ভীর উপস্থিত, তখনও সেই ব্যক্তি উপস্থিত। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট জটিল। তার মধ্যে 'চ্যাপেল-সুলভ' যোগাযোগের অভাব। গম্ভীরের অবস্থাও যে 'গুরুগম্ভীর' হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্রাবিড়-জমানা যেভাবে শেষ হয়েছিল, ঠিক তার বিপরীত ছবিটা গম্ভীর-যুগে।
  • আসলে 'গুরু গম্ভীরে'র সময়ে গোটা পরিবেশ বড্ড 'গুরুগম্ভীর'।
  • টেস্ট হোক বা ওয়ানডে, বিপর্যয়ের ছবিটা একই রকম। সেই সঙ্গে প্রকাশ্যে আসছে দলের মধ্যে ফাটলের গুঞ্জন।
Advertisement