shono
Advertisement
Champions Trophy

'স্টেডিয়ামকে চুপ করানোর কথা ভাবছি না', সেমির আগে আত্মবিশ্বাসে ঘাটতি অজি অধিনায়কের?

২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে কার্যত হুঙ্কার দিয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
Published By: Anwesha AdhikaryPosted: 12:23 PM Mar 04, 2025Updated: 12:23 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেব। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে কার্যত হুঙ্কার দিয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বর্ডার-গাভাসকর ট্রফির আগেও একই সুর শোনা গিয়েছিল অজি অধিনায়কের কণ্ঠে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে নামার আগে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, দর্শকদের চুপ করানোর কথা ভাবছেন না তিনি।

Advertisement

বিশ্বকাপ ফাইনালের আগের দিন কামিন্স বলেছিলেন, গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবেন। পরে বাস্তবিকই গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাখখানেক দর্শককে চুপ করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কার্যত একপেশে ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বজয়ীর খেতাব জিতে নেয় কামিন্সের দল। মাসকয়েক আগে অজিভূমে খেলতে যাওয়া ভারতীয় দলকেও একই সুরে হুঙ্কার দিয়েছিলেন কামিন্স। তারকা পেসার বলেছিলেন, কামিন্স বলছেন, “ভারত আগেও অস্ট্রেলিয়ায় খেলেছে। এবং ভালো পারফর্ম করেছে। আমাদের কাজ হচ্ছে ওদের চুপ করিয়ে দেওয়া।”

বিশ্বকাপ ফাইনাল এবং বর্ডার-গাভাসকর ট্রফি- দুটো ক্ষেত্রেই ভারতকে দুরমুশ করেছিল অস্ট্রেলিয়া। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালকে বদলার ম্যাচ হিসাবে দেখছেন মেন ইন ব্লুর সমর্থকরা। কিন্তু ম্যাচে নামার আগে কামিন্সের সেই ঝাঁজ উধাও অজি শিবির থেকে। বরং সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক স্টিভ স্মিথ বললেন, "স্টেডিয়ামকে চুপ করাব, এমন বার্তা দিতে চাই না। কেবল মাঠে নেমে খেলতে হবে, এটুকুই বলার। আশা করি আমরা খুব ভালো খেলব।"

তাহলে কি কামিন্সের মতো আত্মবিশ্বাসী নন স্মিথ? চ্যাম্পিয়ন্স ট্রফির অজিদের তিনটি ম্যাচের মধ্যে দুটো বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। কেবল ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং যথেষ্ট শক্তিশালী হলেও বোলিংয়ে অজিদের দুর্বলতা রয়েছে। স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড পেস ত্রিফলা নেই। দুবাইয়ের ঘূর্ণি উইকেটে ভারতকে চাপে ফেলার মতো স্পিনার বলতে একমাত্র অ্যাডাম জাম্পা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডও এই বোলিং লাইন আপের বিরুদ্ধে সাড়ে তিনশো তুলে দিয়েছিল। এই সব কথা ভেবেই কি ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস পাচ্ছেন না অজি অধিনায়ক?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপ ফাইনালের আগের দিন কামিন্স বলেছিলেন, গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবেন। পরে বাস্তবিকই গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাখখানেক দর্শককে চুপ করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া।
  • বিশ্বকাপ ফাইনাল এবং বর্ডার-গাভাসকর ট্রফি- দুটো ক্ষেত্রেই ভারতকে দুরমুশ করেছিল অস্ট্রেলিয়া। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালকে বদলার ম্যাচ হিসাবে দেখছেন মেন ইন ব্লুর সমর্থকরা।
  • স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড পেস ত্রিফলা নেই। দুবাইয়ের ঘূর্ণি উইকেটে ভারতকে চাপে ফেলার মতো স্পিনার বলতে একমাত্র অ্যাডাম জাম্পা।
Advertisement