shono
Advertisement

Breaking News

T20 World Cup 2026

'আসল লড়াই কিন্তু ৭ ফেব্রুয়ারি থেকে', দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দলকে সতর্ক করছেন গাভাসকর

শুধু ব্যাটিং নয়, ভারতীয় বোলিংও একইরকম শক্তিশালী। জশপ্রীত বুমরা রয়েছেন। স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা রয়েছেন।
Published By: Subhajit MandalPosted: 04:04 PM Jan 27, 2026Updated: 05:03 PM Jan 27, 2026

দেশের মাঠে বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্ম টিম ইন্ডিয়ার। যা স্বস্তি দিচ্ছে ভারতীয় সমর্থকদের। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলে দিয়েছেন, বিশ্বকাপের অভিষেকের ব্যাট চললে ভারতকে আটকানো খুব কঠিন হবে। ভারতের আর এক কিংবদন্তি সুনীল গাভাসকরও তাই বলছেন। তিনি মনে করছেন, এই টিমটা বেশ ফোকাসড। তবে আসল লড়াই শুরু ৭ ফেব্রুয়ারি থেকে।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, "এই সিরিজটা শুধুই প্রস্তুতির। আসল লড়াই শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। ভারত দু' ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গিয়েছে। এখন টিমের একটাই ফোকাস হওয়া উচিত। সেটা বিশ্বকাপের খেতাব ধরে রাখা। প্রথম তিন ম্যাচে অনেকেই সেভাবে সুযোগ পায়নি। আসলে ভারত প্রত্যেক ম্যাচেই অনায়াসে রান তাড়া করে জিতেছে। সবাইকে দেখে মনে হচ্ছে ওরা রেঞ্জ হিটিং, টাইমিংয়ের উপর অনেক বেশি জোর দিচ্ছে।"

গাভাসকরের পর্যবেক্ষণ, "ক্রিকেটারদের ব্যাটের ফ্লো দেখলেই তা বোঝা যাচ্ছে। এই টিম ঠিক কতটা ফোকাসড, সেটা বেশ ভালো বোঝা যাচ্ছে। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও ওরা একেবারেই হালকাভাবে নিচ্ছে না। বরং দারুণভাবে প্রস্তুতি সারছে। সবচেয়ে বড় কথা কী জানেন, এই দলটাকে অসম্ভব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটার লোয়ার অর্ডারে ব্যাট করতে আসছে। তিনটে ম্যাচের মধ্যে দুটোতে আবার ওদের ব্যাটই করতে হয়নি। এটাই বুঝিয়ে দিচ্ছে এই টিমের গভীরতা কতটা।"

শুধু ব্যাটিং নয়, ভারতীয় বোলিংও একইরকম শক্তিশালী। জশপ্রীত বুমরা রয়েছেন। স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা রয়েছেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। গুয়াহাটিতে ফিরেই আগুনে বোলিং করেছেন। বুমরাহর কথায়, "টিমের প্রয়োজনে আমি সব যে কোনও জায়গায় বোলিং করতে পারি। ওরা যদি শুরুতে বোলিং করার কথা বলে, তাহলে অবশ্যই ভালো লাগবে। আবার ডেথ ওভারে বোলিং করতে বললে, সেটার জন্যও প্রস্তুত। এশিয়া কাপে আমি সেটা করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement