সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মাকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে তুমুল সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। এবার তাঁকে পালটা দিলেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটার সাফ জানিয়েছেন, কেবল রোগাদের চাইলে মডেলিং প্রতিযোগিতায় খোঁজ করা উচিত। ক্রিকেট খেলার সঙ্গে চেহারার কোনও সম্পর্ক নেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি রোহিত। ১৫ বলে মাত্র ১৭ রান করে ফিরে যান ভারত অধিনায়ক। তারপরই রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র শামা। তিনি লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।’ এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক দেশজুড়ে। ক্রিকেট এবং রাজনীতি- দুই মহল থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেত্রী।
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘একজন দায়িত্ববান ব্যক্তির থেকে এরকম অবমাননাকর মন্তব্য আশা করা যায় না। ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে রয়েছে। এই ধরনের মন্তব্য ক্রিকেট দল ও ক্রিকেটারদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।’পদ্ম শিবিরের নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, "রাহুল গান্ধীর নেতৃত্বে যারা ৯০টি নির্বাচনে হেরেছে তারা এখন রোহিতের নেতৃত্বের সমালোচনা করছে। একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে নিয়ে এই ধরনের অবমাননাকর মন্তব্য নিন্দনীয়।"
এবার কংগ্রেস নেত্রীকে একহাত নিলেন গাভাসকর। তাঁর কথায়, "আমি তো সবসময়ে বলি, রোগাদের চাইলে মডেলিং প্রতিযোগিতায় গিয়ে মডেলদের খুঁজে বের করুন। এখানে বিষয়টা হল, তুমি কতটা ভালো ক্রিকেট খেলতে পারো। সরফরাজ খানকে নিয়েও তো কথা হয়েছিল ও একটু ভারী চেহারার কারণে। কিন্তু ও ভারতের হয়ে টেস্টে ১৫০ রানের ইনিংস খেলতে পারে। তারপরেও বেশ কয়েকটা হাফসেঞ্চুরি করতে পারে। ওর চেহারা কেমন, তাতে কিছু এসে যায় না।" গাভাসকরের মতে, দীর্ঘ সময় ধরে ব্যাট করে রান করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
