shono
Advertisement
Mohammed Shami

মাসে ৪ লক্ষ কি যথেষ্ট নয়? হাসিনের খোরপোশ মামলায় শামিকে স্বস্তি দিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৪ লক্ষ টাকা দেন তারকা পেসার।
Published By: Anwesha AdhikaryPosted: 02:31 PM Nov 07, 2025Updated: 04:12 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোরপোশ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন মহম্মদ শামি। বর্তমানে আদালতের নির্দেশে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৪ লক্ষ টাকা দেন তারকা পেসার। কিন্তু সেই অঙ্কটা বাড়াতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন। সেই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, মাসে ৪ লক্ষ টাকা মানে কি যথেষ্ট নয়?

Advertisement

চলতি বছর জুন মাসেই কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, মহম্মদ শামিকে (Mohammed Shami) মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দিতে হবে। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়। স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্যে আড়াই লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে শামিকে। এখনও পর্যন্ত আদালতের নির্দেশে তারকা পেসার মাসিক ৪ লক্ষ টাকা দেন প্রাক্তন স্ত্রীকে।

কিন্তু খোরপোশের অঙ্কে খুশি নন হাসিন। তাঁর মতে, নিজের মেয়েকে বঞ্চিত করে প্রেমিকার সন্তানের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছেন মহম্মদ শামি! সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমার মেয়ের বাবা, সে একজন কোটিপতি। কিন্তু সে মহিলাদের নিয়ে লাম্পট্যে ব্যস্ত। নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করছে। রক্ষিতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের বিজনেস ক্লাসের টিকিট কাটছে। কিন্তু নিজের মেয়ের পড়াশোনার কথা উঠলেই ওর অভাব দেখা যায়।’

খোরপোশের অঙ্ক বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেন হাসিন। তাঁর অভিযোগ, প্রত্যেক মাসে টাকা পাঠাতে দেরি করেন শামি। তবে শুক্রবার সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানি শুরু হতেই আইনজীবীদের পর্যবেক্ষণ, মাসে ৪ লক্ষ টাকাও কি যথেষ্ট নয়? কলকাতা হাই কোর্টের রায়ে খোরপোশের অঙ্ক তো খারাপ নয়। তবে এই মন্তব্য করার পরেও শামিকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় তারকা পেসারের মতামত জানতে চায় শীর্ষ আদালত। ডিসেম্বর মাসে ফের এই মামলার শুনানি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছর জুন মাসেই কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, মহম্মদ শামিকে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দিতে হবে।
  • খোরপোশের অঙ্কে খুশি নন হাসিন। তাঁর মতে, নিজের মেয়েকে বঞ্চিত করে প্রেমিকার সন্তানের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছেন মহম্মদ শামি!
  • খোরপোশের অঙ্ক বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেন হাসিন। তাঁর অভিযোগ, প্রত্যেক মাসে টাকা পাঠাতে দেরি করেন শামি।
Advertisement