shono
Advertisement
Gautam Gambhir

গম্ভীরের কোনও দোষ নেই! চুনকামের আতঙ্কের জন্য পন্থদের দুষছেন রায়না-অশ্বিন

কঠিন সময়ে প্রাক্তন সতীর্থদের পাশে পাচ্ছেন গম্ভীর।
Published By: Arpan DasPosted: 04:49 PM Nov 25, 2025Updated: 07:31 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটি টেস্ট সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ভারত। গৌতম গম্ভীরের কোচিংয়ে গত একবছরে চারটি টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চুনকামের আতঙ্ক তাড়া করছে। ভারতের হেড কোচকে নিয়ে সমালোচনার ঝড়। তবে, প্রাক্তন সতীর্থদের পাশেও পাচ্ছেন তিনি। সুরেশ রায়না যেমন মনে করেন কোচের কোনও দোষ নেই। আর রবিচন্দ্রন অশ্বিন বলছেন, প্লেয়ারদের মধ্যে সেই শরীরী আগ্রাসনটার অভাব রয়েছে।

Advertisement

২০২৪-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন টেস্টে হেরেছিল ভারত। বছর ঘুরতে সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ইডেন টেস্টে লজ্জার হারের পর এবার গুয়াহাটিতেও হারের সম্ভাবনা। অনেকেই মনে করছেন এর জন্য দায়ী গম্ভীরের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা। তিন নম্বরে কাকে খেলাবেন ঠিক নেই কিংবা পিচ নিয়ে ‘গোয়াতুর্মি’র জন্য দল বিপাকে পড়ছে। এমনকী গম্ভীরকে বরখাস্ত করার দাবিও উঠছে বিভিন্ন মহলে।

কিন্তু রায়না সম্পূর্ণ উলটো পথে হাঁটছেন। তিনি বলেন, "কোচের কাজ পথ দেখানো। মাঠে গিয়ে রান করতে হবে ব্যাটারদের। কোচের কোনও দোষ নেই। গৌতি ভাই (গৌতম গম্ভীর) সত্যিই পরিশ্রম করেছে। এবার খেলোয়াড়দের পরিশ্রম করতে হবে এবং ভালো খেলতে হবে। গম্ভীরের অধীনে আমরা সাদা বলের ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করছি। আমরা তো এই বছরের শুরুতে দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি।"

অন্যদিকে অশ্বিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আশা করি, ভারত ব্যাটিংয়ের সময় কামব্যাক করবে। কিন্তু ফিল্ডিংয়ের সময় তাঁদের শরীরী ভাষা অন্য ইঙ্গিত দিচ্ছে।' ফিল্ডিংয়ের সময় পন্থকে দেখে মনে হল দিশাহারা। দিব্যি খোশমেজাজে গল্প করছেন বুমরাহ-যশস্বী। যেখানে টেস্ট ড্র হলে সিরিজ হারবে, সেখানে একটু বেশিই ‘হাসিখুশি’ মেজাজে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। ব্যাটিংয়ের সময়ও তা বদলায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও একটি টেস্ট সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ভারত। গৌতম গম্ভীরের কোচিংয়ে গত একবছরে চারটি টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া।
  • এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চুনকামের আতঙ্ক তাড়া করছে।
  • ভারতের হেড কোচকে নিয়ে সমালোচনার ঝড়। তবে, প্রাক্তন সতীর্থদের পাশেও পাচ্ছেন তিনি।
Advertisement