shono
Advertisement
Suryakumar Yadav

লক্ষ্য তেইশের বদলা, আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনাল খেলতে চান সূর্য

ওই মাঠেই বদলা চান সূর্যকুমার।
Published By: Subhajit MandalPosted: 08:52 PM Nov 25, 2025Updated: 09:17 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওই মাঠেই বদলা চাই। ২০২৬ টি-২০ বিশ্বকাপে প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়াকে চাইছেন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারত ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসাবে কাকে চাইবেন, বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল সূর্যকে। নির্দ্বিধায় তিনি বলে দিলেন, অস্ট্রেলিয়া।

Advertisement

১৯ নভেম্বর, ২০২৩। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের লক্ষাধিক দর্শককে চুপ করিয়ে দিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। হৃদয় ভেঙেছিল কোটি কোটি ক্রিকেটভক্তের। তারপর টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। কিন্তু তেইশের ফাইনালের সেই ক্ষত যেন এখনও পূরণ হয়নি। এবার সেটাই পূরণ করতে চান ভারত অধিনায়ক। আসন্ন টি-২০ বিশ্বকাপের ফাইনাল ফের আহমেদাবাদে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব চাইছেন, ওই মাঠেই বদলা নিতে। তাই ফাইনালে প্রতিপক্ষ হিসাবে সূর্য অস্ট্রেলিয়াকেই চাইছেন।

ভারত অধিনায়ক বলছেন, "টি-২০ বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমি প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়াকে চাই।" ভারত অধিনায়কের কথায়, "বিশ্বকাপে খেলতে নামাটা সত্যিই চ্যালেঞ্জিং। আমি দলকে নেতৃত্ব দিতে পেরে আনন্দিত। মনে পড়ে যখন ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেললাম, আমরা রোজ জাতীয় সংগীত শুনতাম।" উল্লেখ্য, মঙ্গলবারই ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ওই সূচি অনুযায়ী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা। অবশ্য যদি পাকিস্তান ফাইনালে না ওঠে। সূর্যকুমার যাদব এখন থেকেই ফাইনালে খেলার স্বপ্ন দেখছে।

টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি:

ভারতের সূচি:
৭ ফেব্রুয়ারি: বনাম আমেরিকা, মুম্বই (সন্ধে ৭টা)
১২ ফেব্রুয়ারি বনাম নামিবিয়া, দিল্লি (সন্ধে ৭টা)
১৫ ফেব্রুয়ারি বনাম পাকিস্তান, কলম্বো (সন্ধে ৭টা)
১৮ ফেব্রুয়ারি বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ (সন্ধে ৭টা)

(সুপার এইটে উঠলে ভারতের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ)

সেমিফাইনাল:
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, কলকাতা বা কলম্বো (সন্ধে ৭টা ) (শ্রীলঙ্কা বা পাকিস্তান না উঠলে ইডেনে)
৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, মুম্বই (সন্ধে ৭টা ) (ভারত উঠলে এই ম্যাচ খেলবে)

ফাইনাল:
৮ মার্চ, আহমেদাবাদ
(পাকিস্তান উঠলে কলম্বো)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৬ টি-২০ বিশ্বকাপে প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়াকে চাইছেন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।
  • ভারত ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসাবে কাকে চাইবেন, বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল সূর্যকে।
  • নির্দ্বিধায় তিনি বলে দিলেন, অস্ট্রেলিয়া।
Advertisement