shono
Advertisement
T20 World Cup 2026

হম্বিতম্বিই সার, ডেডলাইনের মধ্যে জবাবই দিতে পারল না বাংলাদেশ! বিরাট পদক্ষেপ আইসিসির

আইসিসি ধরেই নিচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী নয়। তাই দ্রুত পরবর্তী পদক্ষেপের পথে তাঁরা।
Published By: Subhajit MandalPosted: 02:50 PM Jan 23, 2026Updated: 05:39 PM Jan 23, 2026

ভারতে বিশ্বকাপ (T20 World Cup 2026) বয়কটের সিদ্ধান্ত ঘোষণার সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছিলেন, তাঁরা এখনও 'মিরাক্যালে'র আশায়। এমনকী কেন ভারতে আসতে চাইছেন না, বিকল্প কী হতে পারে, সেসব নিয়ে সরকারিভাবে আইসিসিকে যে জবাব দেওয়া হবে সেই সিদ্ধান্তও ঘোষণা করেছিলেন তিনি। একই সঙ্গে দাবি করেছিলেন বাংলাদেশ বিশ্বকাপে না খেললে ক্ষতি আইসিসি ও বিসিসিআইয়েরই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মুখে হম্বিতম্বিই সার। আইসিসিকে সরকারিভাবে কোনও জবাবই দিতে পারল না বাংলাদেশ বোর্ড।

Advertisement

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। সেই মর্মে আইসিসির কাছে বিসিবি আবেদন করেছিল, লিটন দাসদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। উলটে বৃহস্পতিবারের ডেডলাইন দেওয়া হয় বিসিবিকে, বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বিসিবি জানিয়ে দেয়, ভারতে খেলা নিয়ে তাঁদের অবস্থান বদলায়নি। ভারতে আসার সম্ভাবনা নেই। তবে বিশ্বকাপে বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। সেটা কেউ কেড়ে নিতে পারে না। বোর্ড সভাপতি জানিয়ে দেন, নতুন কিছু তথ্য দিয়ে আইসিসিকে ফের চিঠি লিখবেন তিনি।

কিন্তু নির্ধারিত সময় পেরোলেও বাংলাদেশ আইসিসিকে কোনও জবাবই দিতে পারেনি। সূত্রের দাবি, ঢাকা থেকে দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে কোনও চিঠি বা ইমেল পৌঁছায়নি। যার ফলে আইসিসি ধরেই নিচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী নয়। তাই দ্রুত পরবর্তী পদক্ষেপের পথে তাঁরা। আইসিসির বৈঠকে আগেই ঠিক হয়ে গিয়েছিল বাংলাদেশ ২৪ ঘণ্টার মধ্যে কোনও জবাব না দিলে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে। সেই প্রক্রিয়া শুরু করে দিচ্ছে আইসিসি। জানা গিয়েছে, খুব দ্রুত সরকারিভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হবে। এমনকী তাদের ভিসা পেতে যাতে সমস্যা না হয়, সেটাও দেখবে আইসিসি।

স্কটল্যান্ড বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপের সি গ্রুপে বাংলাদেশের বদলে খেলবে। সেক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযান শুরু করবে তাঁরা। ৯ ফেব্রুয়ারি স্কটল্যান্ড খেলবে ইটালির বিরুদ্ধে। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে স্কটিশরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement