সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছক্কা মারো আর ব্যাঙ্কে টাকা জমাও। বর্তমান ক্রিকেটারদের তোপ দেগে এমনটাই বললেন কেভিন পিটারসেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। হারের কারণ হিসাবে ব্যাটিং বিপর্যয়কে দায়ী করেছেন হেডকোচ গৌতম গম্ভীর স্বয়ং। তবে ম্যাচ হারের পর কেবল ভারত নয়, বর্তমানের সমস্ত ব্যাটারদেরই দুষেছেন পিটারসেন। ইংল্যান্ডের প্রাক্তনী প্রশ্ন তুলেছেন ব্যাটারদের টেকনিক নিয়ে।
ইডেন টেস্ট শেষ হওয়ার পর এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন পিটারসেন। ব্যাটারদের তুলোধোনা করে তিনি লেখেন, 'কলকাতার উইকেট আর ব্যাটারদের স্কোর দেখে মনে হচ্ছে, একমাত্র আধুনিক ব্যাটারদের টেকনিক নিয়ে সমালোচনা হওয়া উচিত। কারণ এখন ব্যাটাররা বড় হয় শুধু ছক্কা হাঁকানো আর সুইচ হিট মারার শিক্ষা পেয়ে। ইনিংস গড়া, কঠিন উইকেটে টিকে থাকা এসব জানে না।' তবে এর জন্য কেবল ব্যাটারদের দায়ী করছেন না পিটারসেন।
এক্স হ্যান্ডেলে পিটারসেন লিখেছেন, 'এখনকার দিনে ক্রিকেটে উইকেটে টিকে থাকা বা স্পিন সামলে দেওয়ার কোনও গুরুত্ব নেই। এখন ক্রিকেট মানে জমকালো আলো, ধুমধাড়াক্কা গান আর নিজের দেশের কোষাগার আরও বাড়িয়ে তোলা। যতটা সম্ভব আর্থিক ফায়দা তোলাই এখন ক্রিকেটের মূল উদ্দেশ্য।' পিটারসেন আরও বলেছেন, ক্রিকেটারদের যেভাবে বলা হচ্ছে, তাঁরা সেভাবেই খেলতে বাধ্য হচ্ছেন। প্রতিবাদ করার উপায় নেই ক্রিকেটারদের।
নিজের পোস্টের একেবারে শেষে কটাক্ষের সুরে প্রাক্তন ইংরেজ তারকা বলেন, 'ভাইয়েরা, তোমরা এভাবেই ছক্কা মারতে থাকো আর নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়াতে থাকো।' ইংরেজ ব্যাটারের সঙ্গে সহমত হয়েছেন নেটিজেনদের অনেকেই। তাঁদের মত, অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারাদের মতো ক্রিকেটারদের ছেঁটে ফেলে এখন ভুগছে ভারতীয় ক্রিকেট। এমনকি গম্ভীর নিজেও স্পিনের সামনে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
