shono
Advertisement
Jharkhand Cricket Association

লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন, ধোনির রাজ্যের কর্তা হলেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন

ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার ভোটে দাঁড়িয়েছিলেন তাঁরা।
Published By: Prasenjit DuttaPosted: 03:25 PM May 20, 2025Updated: 03:25 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনি পরবর্তী জমানায় ঝাড়খণ্ড থেকে যেসব ক্রিকেটার উঠে এসেছিল, তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। সৌরভ তিওয়ারি। একটা সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা হত তাঁর। ধোনির আদলে চুলও রাখতেন। যদিও জাতীয় দলে দীর্ঘস্থায়ী কেরিয়ার হয়নি তাঁর। অথচ সেই ধোনি এখনও খেলে চলেছেন। আর সৌরভ ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব হিসেবে নিযুক্ত হলেন সৌরভ। উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে তিনটি ওয়েনডে খেলেছেন তিনি।

Advertisement

রাজ্য ক্রিকেট সংস্থার ভোটে জয়ী হয়েছেন তিনি। তাই ক্রীড়া প্রশাসক হিসেবে নতুন ইনিংস শুরু করার পথে ৩৫ বছরের প্রাক্তন এই ক্রিকেটার। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে নির্বাচনে দাঁড়িয়েছিলেন শাহবাজ নাদিমও। দুই প্রাক্তন ক্রিকেটারই নির্বাচনে জয়ী হন। এরপর ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্বাচিত হন সৌরভ তিওয়ারি। শাহবাজ নিযুক্ত হন যুগ্মসচিব হিসেবে।

সৌরভ তিওয়ারি ৪৩৮-১৯৪ ব্যবধানে হারিয়ে দিয়েছেন এসবি সিংকে। অন্যদিকে, রাজকুমার শর্মাকে ৪০৯-১৯৯ ভোটে পরাজিত করেছেন নাদিম। উল্লেখ্য, নাদিম ভারতীয় দলের হয়ে দু'টি টেস্ট খেলেছেন। ৮টি আন্তর্জাতিক উইকেটও রয়েছে তাঁর নামে।

অন্যদিকে, ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে অজয় ​​নাথ শাহদেও ৪২১-২১৩ ব্যবধানে এসকে বেহরাকে পরাজিত করেছেন। সহ-সভাপতি পদে সঞ্জয় পাণ্ডে ৩৮১-২৩৫ ব্যবধানে নন্দু প্যাটেলকে হারিয়েছেন। কোষাধ্যক্ষ পদে অমিতাভ ঘোষ ৪০২-২২১ ব্যবধানে সৌম্য সেনকে হারিয়েছেন। দুই ক্রিকেটারই ঝাড়খণ্ড ক্রিকেটের উন্নতির লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটা সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা হত তাঁর।
  • যদিও জাতীয় দলে দীর্ঘস্থায়ী কেরিয়ার হয়নি তাঁর। অথচ সেই ধোনি এখনও খেলে চলেছেন।
  • আর সৌরভ ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব হিসেবে নিযুক্ত হলেন সৌরভ।
Advertisement