সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়তে চলেছে! এখন ৯টি দল নিয়ে চলে টেস্ট বিশ্বকাপ। তবে ২০২৭-২৯ সার্কেলের টেস্ট বিশ্বকাপে অংশ নিতে পারে ১২ দল। তাছাড়াও ক্রিকেট নিয়ে আরও বড় পরিকল্পনা রয়েছে আইসিসি'র। ওয়ানডে সুপার লিগ ফিরিয়ে আনার কথা ভাবছে আইসিসি।
জিম্বাবোয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড আইসিসি'র পূর্ণ সদস্য হলেও টেস্ট বিশ্বকাপে খেলে না। টেস্টের মান বজায় রাখতে এই চ্যাম্পিয়নশিপকে দু'টি পর্যায়ে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল দুবাইয়ে আইসিসি'র মিটিংয়ে। তবে এই বিষয়ে কেউই সেভাবে আগ্রহ না দেখানোয় এই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে।
বিষয়টির সঙ্গে যুক্ত এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছে, "দু'টি পর্যায় নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু অনেকেই এই মডেল নিয়ে আগ্রহ দেখায়নি। এর বদলে ১২ দল নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ করার প্রস্তাব রেখেছে। ফলে প্রত্যেক দল একে অপরের সঙ্গে অনেক বেশি খেলার সুযোগ পাবে।"
কীভাবে পর্যায় বিভাজন করা হয়েছিল? প্রথমত, একটি পর্যায়ে থাকত ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলো। দ্বিতীয় পর্যায়ে থাকত বাকি দেশগুলো। এমনকী 'প্রোমোশন' এবং 'রেলিগেশন' রাখার কথাও আলোচনা হয়। সূত্রের খবর, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই প্রস্তাবের বিরোধিতা করে। সম্প্রতি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসনও এ ব্যাপারে সায় দেননি। স্পষ্ট জানিয়েছিলেন, তাঁরাও এই ব্যবস্থা চান না। থম্পসনের আশঙ্কা ছিল, তাঁরা যদি দ্বিতীয় পর্যায়ে নেমে যান, তাহলে ভারত, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে তারা। এটা প্রথম পর্যায়ে থাকা যে কোনও দলের সঙ্গেই হতে পারে।
অন্যদিকে, ওয়ানডে'তে সুপার লিগ ফিরিয়ে আনার প্রস্তাবের সিদ্ধান্তও হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্বকাপের পর এই প্রস্তাবের সিদ্ধান্ত বাতিল হয়ে গিয়েছিল। তবে এখন ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। জানা গিয়েছে, এই প্রতিযোগিতা শুরু হতে পারে ২০২৮ সাল থেকে। কতগুলি দেশ এই টুর্নামেন্টে খেলবে, তা অবশ্য জানা যায়নি। ২০২৭ সালের বিশ্বকাপের পর এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
