সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক নতুন পালক 'বিস্ময় প্রতিভা' বৈভব সূর্যবংশীর মুকুটে। বুধবার থেকে রনজি ট্রফির প্লেট লিগে অভিযান শুরু করতে চলেছে বিহার। তার আগে সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল বৈভবের নাম। আগামী দু'টি ম্যাচে বিহারের সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ সহ-অধিনায়ক হিসাবে রনজি ট্রফির ইতিহাসে নজিরও গড়ে ফেলল সে।
১৫ অক্টোবর থেকে পাটনার মঈন-উল-হক স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের মুখোমুখি হতে চলেছে বিহার। রবিবার গভীর রাতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে। বৈভবকে সহ-অধিনায়ক করার পাশাপাশি নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে সাকিবুল গণিকে।
গত মরশুমের রনজিতে একটি ম্যাচেও জয় পায়নি বিহার। সেই কারণে প্লেট লিগে অবনমন হয়েছিল তাদের। ২০২৩-২৪ মরশুমে রনজিতে অভিষেক ঘটে বৈভবের। আর এখন সর্বকনিষ্ঠ সহ-অধিনায়ক হিসাবে রনজি ট্রফির ইতিহাসে উঠে এল এই তারকা।
বৈভব এখন পর্যন্ত বিহারের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। ১০ ইনিংসে তার রান ১০০। সর্বোচ্চ ৪১। তবে এখন যেভাবে পারফরম্যান্স করছে বৈভব, তাতে অনেকের ধারণা, ঘরোয়া মরশুমে তার ব্যাটে রানের বন্যা দেখা যাবে। সাম্প্রতিক অতীতে সাদা বলের ক্রিকেটে তো বটেই, এবার তার ব্যাট চলেছে লাল বলের ক্রিকেটেও। অজিভূমে নতুন নজির বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। ছোটদের টেস্টে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে ১৪ বছরের বৈভব। হয়তো এরই পুরস্কার পেল বৈভব।
