সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে আইপিএলে সব দলের রিটেনড ও রিলিজড প্লেয়ারদের তালিকা। ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম (IPL Auction 2026)। তার আগে সব দল মরিয়া নিজেদের দল গুছিয়ে নিতে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিই আসন্ন নিলাম নিয়ে তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। তবে নিলাম নিয়ে বিশেষ চিন্তিত নন পাঞ্জাব কিংস। এ কথা জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া।
আসন্ন মরশুমের জন্য নিলামের আগে জস ইংলিশ, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে পাঞ্জাব। দলে এখনও স্লট বাকি চার। তাদের হাতে রয়েছে ১১.৫০ কোটি টাকা। তবে নিলামে তারা কোনও খেলোয়াড়কে আদৌ কিনবে কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে। কারণ ওয়াদিয়ার মতে, এবারের নিলাম তাঁর কাছে 'নিয়মরক্ষা' ছাড়া কিছু নয়।
সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, "আসলে আমাদের নিলামে যাওয়ারও কোনও প্রয়োজনই নেই। কারণ আমাদের দল ইতিমধ্যেই শক্তিশালী। আমাদের দল হয়তো আরও কিছুটা শক্তিশালী করার চেষ্টা করব। গত বছর জেড্ডায় নিলাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। পন্টিং এবং শ্রেয়স একসঙ্গে আমাদের সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করছে। তাই সব মিলিয়ে আমাদের দল স্বস্তিতে রয়েছে।"
একাধিক তারকাকে নিয়ে দল গঠন করে পাঞ্জাব কিংস। কিন্তু কোনওবারই ট্রফি আসেনি তাদের ঘরে। দু’বার ফাইনাল উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে প্রীতি জিন্টার দলের। গতবার ফাইনালে উঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ রানে হেরে গিয়েছিল পাঞ্জাব। তবে নয়া উদ্যমে ট্রফির দৌড়ে নামতে চলেছে পাঞ্জাব কিংস। এহেন পরিস্থিতিতে পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার বলেন, "আমাদের কাজ এখনও শেষ হয়নি। সব সময়ই আমাদের লক্ষ্য থাকে আইপিএল জেতা। এবারও একই লক্ষ্য নিয়ে নামব।"
