shono
Advertisement
Tilak Varma

মাত্র ২০ ম্যাচ খেলেই সেরা তিনে, আইসিসি ক্রমতালিকায় ৬৯ ধাপ উঠলেন তিলক

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন হার্দিক পাণ্ডিয়া।
Published By: Anwesha AdhikaryPosted: 07:06 PM Nov 20, 2024Updated: 07:06 PM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের জার্সিতে মাত্র ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন। তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে চমকপ্রদ উত্থান তিলক বর্মার। সদ্যপ্রকাশিত ক্রমতালিকায় দেখা যাচ্ছে, টি-২০ ব্যাটারদের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন তরুণ ব্যাটার। টপকে গিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও। অন্য

Advertisement

সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিলক। হায়দরাবাদের তরুণ ব্যাটার সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২০ এবং ৩৩ রান করেন। তৃতীয় ম্যাচে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকান তিনি। সেই ম্যাচে ১০৭ রান আসে তিলকের ব্যাট থেকে। পরের ম্যাচে নিজের রেকর্ডকেই ছাপিয়ে যান তিনি। ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলক। জোড়া সেঞ্চুরি হাঁকানোর পরে সিরিজের সেরাও হন তিনি।

স্বপ্নের ফর্মে থাকা তিলক বড়সড় উন্নতি করেছেন র‍্যাঙ্কিংয়েও। ৬৯ ধাপ উঠে টি-২০ ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে। এটাই তিলকের কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং। এর আগে ক্রমতালিকায় তৃতীয় স্থানে ছিলেন সূর্য। তিনি একধাপ নিচে নেমে গিয়েছেন। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। পঞ্চম স্থানে রয়েছেন পাক ব্যাটার বাবর আজম। প্রথম দশে রয়েছেন মাত্র দুই জন ভারতীয় ব্যাটার।

টি-২০র বোলিং র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে রয়েছেন ভারতের দুজন। অষ্টম এবং নবম স্থানে যথাক্রমে রয়েছেন রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিং। তবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন হার্দিক পাণ্ডিয়া। দুধাপ উন্নতি করেছেন তিনি। প্রথম দশে নেই ভারতের আর কোনও অলরাউন্ডার। তবে চমকে দিয়েছেন মার্কো জানসেন। দক্ষিণ আফ্রিকার তারকা ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তার পরেই অলরাউন্ডারদের তালিকায় ৬৫ ধাপ উঠে ১৪তম স্থানে রয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিলক।
  • স্বপ্নের ফর্মে থাকা তিলক বড়সড় উন্নতি করেছেন র‍্যাঙ্কিংয়েও। ৬৯ ধাপ উঠে টি-২০ ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে।
  • টি-২০র বোলিং র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে রয়েছেন ভারতের দুজন। অষ্টম এবং নবম স্থানে যথাক্রমে রয়েছেন রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিং।
Advertisement