সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের বাড়িতে বিরাট চুরির ঘটনা। পুনের লোনাভালার তিকোণা পেঠের বাংলো থেকে চুরি ও লুটপাটের খবর জানা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পাঁচিলের উপরের তার কেটে বাড়িতে ঢোকে। তারপর জানলার শিক কেটে বাড়ির ভিতরে ঢোকে। তবে ঠিক কবে চুরির ঘটনা ঘটেছে, তা পুলিশ পরিষ্কার করে বলতে পারেনি। পুলিশের মতে, চলতি বছরের ৭ মার্চ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়িতে আজহারউদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানি থাকতেন।
জানা যাচ্ছে, বাড়ি থেকে ৫০ হাজার টাকা নগদ ও ৭০০০ টাকার একটি টিভি চুরি গিয়েছে। এর সঙ্গে বাড়ির একাংশের ক্ষতিও করেছে দুষ্কৃতীরা। আজহারউদ্দিনের আপ্ত সহায়ক মহম্মদ মুজিব খান পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, মার্চ থেকে জুলাইয়ের মধ্যে ওই বাড়িতে কেউ ছিলেন না। লোনাভালার পুলিশ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া কোনও সম্পত্তি উদ্ধার করা যায়নি।
পুলিশ তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থল খুঁটিয়ে দেখা হয়েছে। দুষ্কৃতীদের ধরতে সিসিটিভি ফুটেজ ও ফরেনসিকের সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু চুরির সঠিক সময় নিশ্চিত করা যাচ্ছে না, তাই পুলিশের পক্ষে কাজটা কঠিন। উল্লেখ্য, ১৯৯৬ সালে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়কের বিয়ে হয়। সেই সম্পর্ক টেকেনি। তাঁদের বিচ্ছেদ হয় ২০১০ সালে।
