সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন সম্পর্কে যারা খোঁজখবর রাখেন, তারা জানেন নিজের ফিটনেস নিয়ে কতটা সচেতন বিরাট কোহলি। আবার ফিটনেস ব্যাপারটা নিয়ে কতটা মাস আগে পর্যন্ত কতটা উদাসীন ছিলেন রোহিত শর্মা। কিন্তু সময় বদলেছে। এখন যেন ব্যাপারটা উলটো। অন্তত শনিবার সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে যে কাণ্ডটা ঘটে গেল তাতে বলে দেওয়াই যায় ফিটনেস নিয়ে এখন অনেক বেশি চিন্তিত হিটম্যান। হয়তো কোহলির চেয়েও বেশি।
শনিবার রাতে সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে কেক কাটেন ম্যাচের সেরা যশস্বী জয়সওয়াল। সেই কেক তিনি প্রথমে খাওয়ান বিরাট কোহলিকে (Virat Kohli)। যিনি কিনা সিরিজের সেরা হয়েছেন। খানিক চমকপ্রদভাবে বিরাট কেকটি খেয়েও নেন। এরপর রোহিতকে (Rohit Sharma) কেক খাওয়াতে যান যশস্বী। খানিক চমকপ্রদ ভাবেই রোহিত সেই কেক খেতে চাননি। শুধু প্রত্যাখ্যান করেছেন তাই নয়, মজার ছলে যশস্বীকে বকে দিয়ে বলেছেন, "মোটা হয়ে যাব আমি...।"
আসলে ভারতীয় ক্রিকেটে বরাবর ফিটনেস ফ্রিক হিসাবে পরিচিত বিরাট এই মুহূর্তে চরম খুশি। চলতি সিরিজে তাঁর ব্যাটে রানের বন্যা। সেকারণেই সম্ভবত শরীরী ভাষায় সেটা প্রকাশ পাচ্ছে। তিনি নিজেও বলেছেন, "এই সিরিজে যেমন ব্যাট করেছি ২-৩ বছর সেটা করা হয়নি।" আর রোহিত যিনি কিনা নাদুসনুদুস প্রকৃতির। তিনি আবার ইদানিং ফিটনেস নিয়ে বড় বেশি চিন্তিত। সদ্য ১০ কেজির বেশি ওজন কমিয়েছেন। এখনও কড়া ডায়েটে। এতটাই যে এক টুকরো কেকেও তাঁর আপত্তি। আসলে রোহিত জানেন, ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে ফিটনেস কতটা জরুরি। তাই তিনি কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।
