সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পর দুনিয়াটা বদলে গিয়েছে বৈভব সূর্যবংশীর। বয়স সবে ১৪, এখনও জাতীয় দলের ধারেকাছে পৌঁছয়নি। কিন্তু তাকে নিয়ে হইচই কম নয়। আচমকা এই বিরাট সাফল্যে কি মাথা ঘুরে গিয়েছে বৈভবের (Vaibhav Suryavanshi)? নাকি এখনও মাটিতেই পা রয়েছে ১৪ বছর বয়সি বিস্ময় প্রতিভার?
সেই নিয়ে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, "এমন নয় যে সেঞ্চুরি করে আচমকা ও ভারতীয় ক্রিকেটের বড় নাম হয়ে গিয়েছে। বৈভব কিন্তু একেবারেই এসব নিয়ে বিচলিত হয়নি। কিছুই বদলায়নি। এখনও ও মাটির কাছেই থাকে। সাম্প্রতিক সময়ে যেভাবে ওর উত্থান হয়েছে, সেটাকে কিন্তু ও ভালোভাবেই নিয়েছে। সেটা খুব ভালো দিক। বৈভব ইংল্যান্ডে সেঞ্চুরি পেয়েছে, অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছে। টি-টোয়েন্টিতে কী করতে পারে, সেটা আগেই দেখিয়েছে। ওর বয়সি যে কোনও ক্রিকেটারের পক্ষে সেটা কিন্তু অসাধারণ।"
তার একটা উদাহরণ দিয়েছেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর জুবিন ভারুচা। সেপ্টেম্বর মাসে একদিন ভোরে তাঁর কাছে বৈভবের ভিডিও কল আসে। বৈভব তখন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। সেই সময় সে জুবিনকে ফোন করে ব্রিসবেনের মাঠের ফ্লাডলাইট দেখায়। তার বক্তব্য ছিল, আইপিএলে মাঠের আলোর থেকে ব্রিসবেনের আলো কম। তাই বল ভালো দেখা যাচ্ছে না, রানও পাচ্ছে না। যার জবাবে ভারুচা বলেন, "বৈভব, আলো সবার জন্যই সমান।"
একধাপ এগিয়ে বিক্রম বলছেন, "ওকে এখনই সিনিয়র দলে নেওয়া হোক। যেখানে বহুদিন আগে শচীনকে নেওয়া হয়েছিল। অন্তত ভারত এ দলের সফরে পাঠানো হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, অস্ট্রেলিয়া যে বোলিং আক্রমণ নিয়ে ভারতে এসেছে, তার বিরুদ্ধে বৈভব ডবল সেঞ্চুরি হাঁকাবে।" তবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে যুব টেস্টে রান পায়নি বৈভব। মাত্র ২৪ রান করে আউট হয় সে।
