সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈভব সূর্যবংশী যেন রেকর্ডের আরেক নাম। মাঝে সেভাবে ফর্মে ছিল না ১৪ বছরের ক্রিকেটার। অবশেষে ইডেন গার্ডেন্সে চেনা ফর্মে দেখা গেল বৈভবকে। আর তাতেই ইতিহাস। মহারাষ্ট্রের বিরুদ্ধে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করল সে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির নজির গড়ল বৈভব। অন্যদিকে প্রত্যাবর্তনেই ব্যাট হাতে 'সুপার হিট' হার্দিক পাণ্ডিয়া।
আগের তিনটি ম্যাচের তিনটিই হারে বিহার। বৈভবও রান পায়নি। এবার তার ব্যাটে রান এলেও জয় এল না। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৬ রান করে বিহার। যার মধ্যে বৈভব একাই করে ১০৮ রান। তার জন্য বৈভব নেয় মাত্র ৬১ বল। ৭টি ছয়ের পাশাপাশি তার ব্যাট থেকে আসে ৭টি ছক্কা। যদিও জয়ের দেখা পেল না বিহার। ৩ উইকেট হাতে নিয়ে ম্যাচ জেতে মহারাষ্ট্র। পৃথ্বী শ ৩০ বলে ৬৬ রান করে জয়ের পথ তৈরি করে দেন।
অন্যদিকে কামব্যাকেই বরোদাকে জেতালেন হার্দিক পাণ্ডিয়া। তাও সেটা অভিষেক শর্মার ঝড় থামিয়ে। হায়দরাবাদে প্রথমে ব্যাট করে পাঞ্জাব করে ২২২ রান। আগের ম্যাচে ইতিহাস গড়ে সেঞ্চুরির পর এদিন অভিষেক ১৯ বলে ৫০ রান করেন। ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে হার্দিকের সঙ্গে সেলফি তোলে। বল হাতে সাফল্য পাননি হার্দিক। ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট পান। তবে ব্যাট হাতে চেনা মেজাজেই আছেন। ৪২ বলে ৭৭ রান করে বরোদাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মারেন ৪টি ছক্কা ও ৭টি চার। এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক।
মুস্তাক আলিতে দারুণ ফর্মে আছেন অর্জুন তেণ্ডুলকর। ৩৬ রান দিয়ে ৩ উইকেট পান শচীনপুত্র। গোয়ার বিরুদ্ধে মাত্র ১৭০ রানে থেমে যায় রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ারদের মধ্যপ্রদেশ। গোয়া ৩ উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায়। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে এবার লখনউ সুপার জায়ান্টসে খেলবেন অর্জুন। মুস্তাক আলিতে যে ফর্মে আছেন, তা ভরসা জোগাবে ঋষভ পন্থদের। অন্যদিকে কর্নাটকের জয়ে সেঞ্চুরি করেছেন দেবদত্ত পাড়িক্কল (১০২)।
