সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেন্সে কিছুতেই রানের দেখা পাচ্ছে না বৈভব সূর্যবংশী। সেটা আইপিএল হোক বা সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। চণ্ডীগড়ের পর এবার মধ্যপ্রদেশের বিরুদ্ধেও রানের দেখা পেল না ১৪ বছরের প্রতিভা। তবে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন পৃথ্বী শ। 'অবাধ্য' তকমা ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা চলছে তাঁর। এবার হায়দরাবাদের বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি করে আইপিএল নিলামের আগে বার্তা দিয়ে রাখলেন মহারাষ্ট্রের ব্যাটার।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচ চলছে ইডেনে। সেখানে মধ্যপ্রদেশের মুখোমুখি হয়েছিল বিহার। এর আগের ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে রান পায়নি বৈভব (৪)। এবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে করল মাত্র ১৩ রান। যদিও তার মধ্যে ১০ রান এসেছে একটি চার ও একটি ছয়ের সাহায্যে। প্রথমে ব্যাট করে মধ্যপ্রদেশ করে ১৭৪ রান। জবাবে ১১২ রানে গুটিয়ে যায় বিহার। উল্লেখ্য, আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে এসেও রান পায়নি বৈভব। ফলে ইডেনে এখনও সাফল্যের মুখ দেখেনি 'বিস্ময় প্রতিভা'।
আরেক ক্রিকেটারকেও 'বিস্ময় প্রতিভা' বলে ধরা হত। তবে ভারতীয় ক্রিকেটের মূল বৃত্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন পৃথ্বী শ। গত আইপিএলে দল পাননি। ফর্মে ফিরতে দল বদলে মহারাষ্ট্রে এসেছেন। সেখানে রানের মধ্যে আছে পৃথ্বী। এবার হায়দরাবাদের বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি করলেন। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ১৯১ রান করে। জবাবে ৮ উইকেটে ম্যাচ জেতে মহারাষ্ট্র। অন্যদিকে ৫৪ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন অর্শিন কুলকার্নি। পৃথ্বী ৩৬ বলে ৬৬ রান করেন। সামনেই আইপিএলের নিলাম। অনেকেই মনে করছেন আইপিএল নিলামের আগে পৃথ্বী পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখলে নিশ্চিত ভাবেই দল পাবেন।
