সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাইজিং এশিয়া কাপে পাকিস্তান এ দলের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত এ। কিন্তু সেই ম্যাচেও বিধ্বংসী মেজাজে ছিল বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৪ হতে পারে, কিন্তু হাতে ব্যাট নিয়ে বাইশ গজে দাঁড়ালে যে কোনও বোলারকেই অসহায় মনে হয়। যুব এশিয়া কাপে তো রীতিমতো ডেকে ডেকে বাউন্ডারি হাঁকাল বৈভব। সোশাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল।
পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে জিতেশ শর্মার দল। প্রথমে ব্যাট করে ভারত এ দল তোলে ১৩৬ রান। যা ১৩.২ ওভারে তুলে দেয় পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ রান বৈভবের। ওপেনে নেমে ২৮ বলে ৪৫ রান করে ১৪ বছরের বিস্ময় প্রতিভা। মারে ৫টি চার ও ৩টি ছক্কা। স্ট্রাইক রেট ১৬০.৭১।
তার মধ্যে একটি চার নিয়ে চর্চা চলছে। সেই সময় বল করছিলেন উবেইদ শাহ। পাক পেসার প্রথম থেকেই উত্যক্ত করছিলেন বৈভবকে। সেটারই পালটা দেয় ভারতীয় ব্যাটার। স্টাম্প মাইকে শোনা যায়, তাঁকে উদ্দেশ্য করে বৈভব বলে, "আরে বল কর না তাড়াতাড়ি। বল কর।" তার ঠিক পরের বলটাই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় বৈভব। মিড উইকেটের উপর দিয়ে বলটি চার হয়ে যায়। জবাবে উবেইদ আর কিছু বলতে পারেননি।
ভারত-পাক ম্যাচে সাদাকাতের ক্যাচ ধরা নিয়ে বিতর্ক হয়। যেখানে নেহাল ওয়াধেরা বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেও আম্পায়ার দীর্ঘ আলোচনা করেন। প্রায় পাঁচ মিনিট ক্যাচের ভিডিও রিপ্লে দেখার পর নটআউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। এহেন সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান জিতেশরা। তৎক্ষণাৎ প্রতিবাদও জানান তাঁরা। এমনকী ভারতের ডাগআউটও উত্তপ্ত হয়ে ওঠে। আম্পায়াররাও নিজেদের মতো করে বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত নটআউটের সিদ্ধান্তে অটল থাকেন আম্পায়াররা। যখন আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন বৈভব এদিক-ওদিক তাকাচ্ছিল। যেন ঠিক কী হয়েছে, তা বুঝতেই পারছিল না।
