সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের আগে সব কি ঠিক আছে ভারতীয় দলে? বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার সঙ্গে যে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক বেশ শীতল, তা নতুন করে আলোচনার বিষয় নয়। কিন্তু এবার কি বাক্যালাপও বন্ধ? রায়পুরে ভারত সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে থাকলেও অনুশীলনের সময় সেরকম ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে।
রাঁচিতে প্রথম ওয়ানডে প্রায় একার কাঁধে জিতিয়েছেন কোহলি। ৫২তম ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে যাবতীয় সমালোচনা বন্ধ করে দিয়েছেন। রায়পুরে সেই ধারা বজায় রাখতে চাইবেন তিনি। তার আগে মঙ্গলবার দীর্ঘক্ষণ ঘাম ঝরিয়েছেন নেটে। একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্টে জানা গিয়েছে, অনুশীলন শেষে নিজের দু'টি ব্যাট কাঁধে নিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকেন। সেই সময় পাশে গৌতম গম্ভীর ছিলেন। তবে ভারতের কোচের দিকে ঘুরেও তাকাননি 'কিং'। দিব্যি পাশ দিয়ে বেরিয়ে যান। কেউ কোনও কথা বলেননি।
রোহিতও কোহলির পিছনেই সাজঘরের দিকে যাচ্ছিলেন। তবে তিনি একটু দাঁড়িয়ে গম্ভীরের সঙ্গে কথা বলেন। যদিও কী কথা হয়েছে, তা জানা যায়নি। তবে প্রায় একই ঘটনা ঘটেছিল ভারতের প্রথম ওয়ানডের দিনও। সেখানে কোহলি ম্যাচের পর গম্ভীরের পাশ দিয়ে চলে যান। অন্যদিকে গম্ভীরের সঙ্গে রোহিত কথা বললেও যেন দু'জনের মধ্যে মতপার্থক্য হয়েছিল বলে মনে করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, দুই সিনিয়রের সঙ্গে কোচের সম্পর্ক ঠিক আছে কি না? অনেকের আশঙ্কা, এই 'শীতলতা' যেন ভারতের ক্রিকেট পারফরম্যান্সে প্রভাব না ফেলে!
বিসিসিআইও সেই নিয়ে উদ্বিগ্ন। মঙ্গলবার রাঁচি বিমানবন্দরে বিরাট কোহলির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বোর্ড নির্বাচক প্রজ্ঞান ওঝা। পরে গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটারকে। মনে করা হচ্ছে, দুই পক্ষের মতামত নিলেন প্রজ্ঞান।
