shono
Advertisement
Virat Kohli and Rohit Sharma

বিশ্বকাপে নিশ্চিত 'রো-কো'! দুই মহাতারকাকে নিয়ে গম্ভীরদের 'নির্দেশ' বোর্ডের

রোহিত-বিরাটের ফিটনেস বা ফর্ম-কোনওটা নিয়েই প্রশ্নের অবকাশ নেই।
Published By: Anwesha AdhikaryPosted: 08:58 AM Dec 01, 2025Updated: 01:06 PM Dec 01, 2025

আলাপন সাহা, রাঁচি: মাস কয়েক আগে দু'জনের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, 'রো-কো' ২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না, যে চর্চা চলছিল, সেটার মনে হয় না আর কোনও দরকার আছে। সবকিছু ঠিকঠাক চললে বিরাট কোহলি আর রোহিত শর্মা (Virat Kohli and Rohit Sharma) দু'জনকেই আগামী বিশ্বকাপে দেশের জার্সিতে দেখা যাবে। প্রথমত, অস্ট্রেলিয়া গিয়ে দু'জনই রান পেয়েছেন। তার উপর রাঁচিতে যেরকম পারফর্ম করলেন, তাতে বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে আর জল্পনা থাকার কোনও অর্থ হয় না।

Advertisement

ভারতীয় বোর্ডের অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, তাতে টিম ম্যানেজমেন্টকে নাকি বলে দেওয়া হয়েছে, রোহিত-বিরাটকে নিয়ে আর খুব একটা আলোচনার দরকার নেই। দু'জনকে রেখে বাকি যা করার করতে। অর্থাৎ বিরাট আর রোহিতের দু'বছর পর বিশ্বকাপ খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা হয়তো আর নেই। এটাও শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়ই দু'জনের ভবিষ্যৎ নিয়ে আরও একবার আলোচনা হবে। বৈঠক হবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। তবে বিশ্বকাপে রোহিত আর বিরাট দু'জনেই খুব সম্ভবত খেলবেন।

বোর্ডের বিশ্বস্ত সূত্র যা বলছে, টেস্টে কোচ গৌতম গম্ভীরের তারুণ্য নীতি নিয়ে কিছু বলা না হলেও ওয়ানডে বিরাট আর রোহিতকে ছাড়া আর কিছু ভাবা হচ্ছে না। বিশেষ করে টেস্টে যেভাবে ভারতীয় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, তাতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে দু'জনের অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে একেবারে তরুণ একটা টিম নিয়ে যাওয়া ঠিক হবে না বলেই মনে করা হচ্ছে। বিরাট (৫২) এদিন ওয়ানডে-র সর্বেচ্চ সেঞ্চুরির মালিক হলেন, শচীন তেন্ডুলকরকে (৫১) ছাপিয়ে। রোহিত (৩৫২) আবার এই ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা মারার লড়াইয়ে শীর্ষে উঠলেন শাহিদ আফ্রিদিকে (৩৫১) টপকে।

রোহিত কিংবা বিরাটের ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। একইরকম প্রশ্ন উঠবে না দু'জনের ফর্ম নিয়েও। ভারতীয় ক্রিকেটমহলে খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার রানের খিদে আর ক্রিকেটের প্রতি ভালোবাসা আজও একইরকম রয়ে গিয়েছে। নেটে দু'জনের কেউই ঘণ্টা দেড়েকের কমে এখন ব্যাট করছেন না। অস্ট্রেলিয়া সফরে একটা ম্যাচের আগে রোহিত প্রায় দু'ঘণ্টা ব্যাটিং করেছিলেন। বিরাটও তাই। নেটে আলাদা করে নকিং পর্বও চলে। সেটাও প্রায় ঘণ্টা খানেক। অন্য ক্রিকেটারদের অনেকেই যখন কুড়ি-পঁচিশ মিনিট করে ব্যাটিং করে, বিরাট দেড় ঘণ্টার ব্যাটিং সেশন চালিয়ে যান অক্লেশে।

রবিবার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁকেও বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, দু'জনকে নিয়ে টিম কী ভাবছে? ২০২৭ বিশ্বকাপে দু'জনকে ভাবা হচ্ছে কি না? ভারতীয় ব্যাটিং কোচ স্পষ্ট বলে যান, তিনি বুঝতে পারছেন না এখন কেন এসব প্রশ্ন উঠছে। বলেন, "আমি জানি না কেন আপনারা এই ধরণের প্রশ্ন করছেন। এসবের অর্থ কী? বিরাট কীরকম ব্যটিং করল দেখেলন? একটা ছেলে ৫২তম ওয়ানডে সেঞ্চুরি করল। দুর্দান্ত ব্যাটিং করল। তাহলে এসব প্রশ্নের অর্থ কী?" প্রশ্নটা কেন উঠছে, তা কারও অজানা নয়। তবে এদিন যেন প্রশ্নের জবাব দিয়েই দিলেন 'রো-কো'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় বোর্ডের অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, তাতে টিম ম্যানেজমেন্টকে নাকি বলে দেওয়া হয়েছে, রোহিত-বিরাটকে নিয়ে আর খুব একটা আলোচনার দরকার নেই।
  • ভারতীয় ক্রিকেটমহলে খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার রানের খিদে আর ক্রিকেটের প্রতি ভালোবাসা আজও একইরকম রয়ে গিয়েছে।
  • রবিবার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁকেও বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
Advertisement