সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। নাহলে জাতীয় দলে জায়গা অনিশ্চিত হতে পারে। বোর্ডের তরফ থেকে অলিখিত ফতোয়া রয়েছে। ওয়ানডেতে দুরন্ত ফর্মে থাকার সুবাদে হয়তো কিছুটা ছাড় পেলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নিজের নিজের রাজ্যে কেউই বিজয় হাজারে ওয়ানডে টুর্নামেন্টের দলে নেই। আবার দলে আছেনও। ব্যাপারটা কীরকম?
২৪ ডিসেম্বর থেকে শুরু বিজয় হাজারে ট্রফি। সেখানে দল ঘোষণা করেছে মুম্বই ও দিল্লি। দেখার ছিল রোহিত শর্মা বা বিরাট কোহলিকে দলে রাখা হয় কি না। দু'জনে থেকেও নেই। মুম্বইয়ের ঘোষিত দলে রোহিত নেই। একই ভাবে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে ও শিবম দুবেকে। প্রথম দু'টি ম্যাচের জন্য তুলনায় তরুণ দল রাখা হয়েছে। মুম্বই দলের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল বলেছেন, "আমরা প্রথম দুই ম্যাচে তরুণদের নিয়ে পরীক্ষা করব। তবে যশস্বীর পেটে সমস্যা রয়েছে। ও দ্রুত সুস্থ হয়ে যাবে।" কিন্তু রোহিত আছেন। পাটিল জানিয়েছেন, রোহিত-সূর্যর মতো অভিজ্ঞদের চাইলেই দলে ফিরিয়ে নেওয়া যাবে।
একই পরিস্থিতি দিল্লিরও। সেই দলের অধিনায়ক ঋষভ পন্থ। সহ-অধিনায়ক আয়ুষ বাদোনি। দিল্লিও তরুণ তুর্কিদের নিয়ে দল সাজিয়েছে। তবে প্রথম দু'টি ম্যাচে ঋষভ নেই। বিরাট কোহলি, ঈশান্ত শর্মা, নবদীপ সাইনিকেও দিল্লি দলে রাখছে, তবে প্রথম দুটি ম্যাচে নয়। দিল্লি ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এঁরা প্রত্যেকেই খেলবেন বলে জানিয়েছেন, তবে প্রথম দুটি ম্যাচে নেই। হর্ষিত রানাও সুবিধামতো দলে ফিরবেন। যিনি এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছেন। দিল্লি তাদের ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে। অন্যদিকে 'সি' গ্রুপে মুম্বইয়ের প্রতিপক্ষ পাঞ্জাব, উত্তরাখণ্ড, সিকিম, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গোয়া, হিমাচল প্রদেশ।
