shono
Advertisement
Virat Kohli

ভবিষ্যৎ নিয়ে বোর্ড বৈঠকের আগে নির্বাচকের সঙ্গে 'গোপন' আলোচনা কোহলির, কী কথা হল?

পরে গম্ভীরের সঙ্গেও কথা বলেন বোর্ডের নির্বাচক।
Published By: Arpan DasPosted: 01:23 PM Dec 02, 2025Updated: 05:25 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি ২০২৭-র বিশ্বকাপ দলে থাকবেন কি না, তার উত্তর সম্ভবত পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে সেঞ্চুরির পর আর কোনও প্রশ্ন উঠতে পারে না। শোনা গিয়েছিল, সিরিজ শেষের পর কোহলির সঙ্গে বোর্ডকর্তারা কথা বলতে পারেন। তারও পূর্বপ্রস্তুতি সম্ভবত হয়ে গেল। মঙ্গলবার সকালে রাঁচির বিমানবন্দরে নির্বাচকমণ্ডলীর সদস্যের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন কোহলি।

Advertisement

আর তাঁদের কথোপকথনও কিন্তু বেশ গুরুগম্ভীর। প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা কয়েকমাস হল নির্বাচকের দায়িত্ব পেয়েছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায় কোহলি বেশ গম্ভীরভাবেই প্রজ্ঞানকে কিছু বোঝাচ্ছেন। প্রাক্তন স্পিনারও মনোযোগ দিয়ে শুনছেন। তিনি কোনও উত্তর দেননি।

আরেকটি ভিডিওয় দেখা যায় জাতীয় নির্বাচক গম্ভীরের পাশে বসে আছেন। তার আগে রোহিত শর্মার সঙ্গে হাত মেলান প্রজ্ঞান। দু'জন দীর্ঘদিন আইপিএলের দল ডেকান চার্জার্সে খেলেছেন। তবে সেখানে হাসিখুশি পরিবেশ ছিল। গম্ভীরকেও হাসতে দেখা যায়। আগেই জানা গিয়েছিল, বুধবার দ্বিতীয় ম্যাচের আগেই বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন গম্ভীর-আগরকর। ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠক সম্ভবত রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে। কী কথা হয়েছে, তা জানা যায়নি। তবে অনেকের প্রশ্ন বৈঠকের আগে প্রজ্ঞান এসে কি দু'পক্ষের মতামত নিয়ে গেলেন?

দ্বিতীয় ওয়ানডের জন্য মঙ্গলবারই রায়পুরে পৌঁছেছে ভারতীয় দল। বিরাট কোহলিকে হোটেলে একরাশ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তরুণ ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। তার মধ্যে এক কিশোরী বিরাটের সঙ্গে ছবি তোলার পর আনন্দে কেঁদে ফেলে। যা দেখে নেটিজেনরা বলছেন, 'রাজার সঙ্গে ছবি তোলায় খুশি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরাট কোহলি ২০২৭-র বিশ্বকাপ দলে থাকবেন কি না, তার উত্তর সম্ভবত পাওয়া গিয়েছে।
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে সেঞ্চুরির পর আর কোনও প্রশ্ন উঠতে পারে না।
  • শোনা গিয়েছিল, সিরিজ শেষের পর কোহলির সঙ্গে বোর্ডকর্তারা কথা বলতে পারেন। তারও পূর্বপ্রস্তুতি সম্ভবত হয়ে গেল।
Advertisement