shono
Advertisement

Breaking News

IND vs SA

একগুচ্ছ রেকর্ড গড়ে ৮৪ সেঞ্চুরির কিং বিরাট, প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত শতরান রুতুরাজেরও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানের পথে ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 04:22 PM Dec 03, 2025Updated: 09:22 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯১ দিন পর দেশের মাটিতে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। রাঁচিতে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে রায়পুরেও শুরু করলেন 'কিং'। ৫৩তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট (Virat Kohli)। তিনি এখন ৮৪ সেঞ্চুরির কিং। অন্যদিকে, প্রথম ওয়ানডে ব্যর্থ হলেও শতরান করলেন প্রায় দু'বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া রুতুরাজ গায়কোয়াড়। 

Advertisement

টানা দু'টি ওয়ানডে'তে সেঞ্চুরি হাঁকালেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৪তম সেঞ্চুরি হল তাঁর। অর্থাৎ শীর্ষে থাকা শচীনের থেকে এখন ১৬ ধাপ পিছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্টে করেছেন ৫১টি। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের নামে। সেই রেকর্ড রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি। আর বুধবার আরও এক কদম উঠলেন তিনি। জানসেনের বলে সিঙ্গেল রান নিয়ে ৯০ বলে ৫৩তম সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

বিরাটের আগে অবশ্য ৭৭ বলে সেঞ্চুরি করেছেন রুতুরাজ। তবে সেঞ্চুরির পর তাঁর ইনিংস খুব একটা লম্বা হয়নি। ৮৩ বলে ১০৫ রান করে জানসেনের বলে আউট হন তিনি। রাঁচিতে করেছিলেন মাত্র ৮ রান। ব্যর্থতা ভুলে রায়পুরে দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। রুতুরাজ আউট হতেই কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের জুটি ভেঙে যায়। তবে রুতুরাজের সেঞ্চুরির নেপথ্যে কোহলির অবদানও অপরিসীম। একাধিকবার তাঁকে নানান পরামর্শ দিতে দেখা গিয়েছে বিরাটকে। তা যে অক্ষরে অক্ষরে পালন করেছেন, তা বোঝা গিয়েছে এদিন। মাথা ঠান্ডা রেখে তাঁর ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তরিত করে নির্বাচকদের যেন বুঝিয়ে দিলেন, এবার ওয়ানডে'তে তাঁকে সহজে বাদ দেওয়া যাবে না। 

অন্যদিকে, এই নিয়ে টানা দু'বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। আরও একটি রেকর্ড হল, বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তাঁর নামে। তাঁর পরে রয়েছেন শচীন তেণ্ডুলকর (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১), এবি ডিভিলিয়ার্স (২১)। এমন দুর্ধর্ষ সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন বিরাট। যা প্রাণ সঞ্চারিত করে গোটা স্টেডিয়ামে। দর্শকদের চিৎকারে তখন কান পাতা দায়। তবে ১০২ রান করে মার্করামের হাতে ক্যাচ দিয়ে এনগিডির বলে আউট হয়ে ফিরলেন তিনি। তখন ভারতের রান ৪ উইকেটে ২৮৪। যা পরিস্থিতি, তাতে আবারও বড় রানের পথে টিম ইন্ডিয়া। 

রায়পুরে বিরাট-রাজ

১. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ ৫০+ রান (২৬)।
২. ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুগ্মভাবে সর্বাধিক ৫০+ রানের মালিক (১৫)।
৩. ওয়ানডেতে টানা তিন বা তার বেশি ৫০+ রান (১৩)।
৪. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ অর্ধশতক (৯)।
৫. ওয়ানডেতে ঘরের মাঠে সর্বাধিক সেঞ্চুরি (২৬)।
৬. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব ফরম্যাটে যুগ্মভাবে সর্বাধিক সেঞ্চুরি (১০)।
৭. সবচেয়ে বেশিবার টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি (১১)।
৮. বিভিন্ন ভেন্যুতে যুগ্মভাবে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি (৩৪)।
৯. ওয়ানডেতে তৃতীয় ব্যাটার হিসাবে দুই আলাদা দশকে ১০ বা তার বেশি সেঞ্চুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement