সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা যে ভারতীয় দলে এখনও অপরিহার্য, তা রাঁচিতে আবারও প্রমাণ করেছেন। একজন সর্বাধিক ছক্কার নজির গড়ে হাফসেঞ্চুরি করেছেন। আরেকজন হাঁকিয়েছেন ৫২তম সেঞ্চুরি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Virat Kohli and Rohit Sharma)। তাঁদের ইনিংস সাজঘরে বসে গম্ভীরভাবে দেখেছেন গৌতি। কিন্তু একটা ব্যাপার বোধহয় স্পষ্ট। গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলি ও রোহিত শর্মার সম্পর্কের কোনও উন্নতি হয়নি। ড্রেসিংরুমে গম্ভীরের সঙ্গে তাঁদের দূরত্ব বা হোটেলে ফিরে কোহলির সেলিব্রেশনে যোগ না দেওয়া থেকে অনুমান করছেন নেটিজেনরা।
ঠিক কী কী ঘটেছে রাঁচিতে? প্রথমেই কোহলি-ঝড়। সেঞ্চুরিতে শচীনের রেকর্ড ভেঙেছেন। কম যান না রোহিতও। হাফসেঞ্চুরির ইনিংসে ছক্কা হাঁকিয়ে এখন আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয় তাঁর নামে। গোটা দেশজুড়ে রো-কো'র নামে জয়ধ্বনি। অনেকে বলছেন, গৌতম গম্ভীরকে যোগ্য জবাব দিলেন দুই মহাতারকা। টেস্ট থেকে তাঁদের যেভাবে 'বিতাড়িত' করা হয়েছে, তা বোধহয় ভোলেননি রো-কো। রাঁচিতে ম্যাচ চলাকালীন ও ম্যাচের পর একাধিক ভাইরাল ভিডিও দেখে গম্ভীরের সঙ্গে তাঁদের সম্পর্কের 'শীতলতা' নিয়ে চর্চা চলছে।
যেমন রোহিতকে দেখা যায় ড্রেসিংরুমে গম্ভীরের সঙ্গে কথা বলতে। সেটা যে খুব হাসিমুখে হচ্ছিল তা নয়। বিশেষ করে রোহিত যেভাবে মাথা নাড়াচ্ছিলেন, তাতে অনেকের ধারণা তিনি হয়তো গম্ভীরের সঙ্গে সহমত নন। আর একটি ভিডিওয় দেখা যায়, গম্ভীরকে অবজ্ঞা করে কোহলি ড্রেসিংরুমে ঢুকে যান। গম্ভীর তাঁর দিকে তাকিয়ে দিচ্ছিলেন, কিন্তু কোহলি পাত্তাও দেননি।
সব শেষে আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে হোটেলে সকলে সেলিব্রেশনে মেতে ছিলেন। কেএল রাহুল কেক কাটছিলেন। সেই সময় হোটেল কর্তৃপক্ষ কোহলিকে বলেন এই সেলিব্রেশনে যোগ দিতে। কিন্তু কোহলি তাতে রাজি হননি। তাঁর পিছনে দলের অন্য সদস্যরাও সেলিব্রেশন ছেড়ে চলে যান। যা দেখে অনেকে বলছেন, দলের আসল চাবিকাঠি এখনও রোহিত-কোহলিদেরই হাতে। আর সেটা তাঁরা ব্যাট দিয়েও প্রমাণ করছেন।
