সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়েও শেষমেশ ইউ টার্ন নিলেন বিরাট কোহলি! মঙ্গলবার দিল্লি ক্রিকেট সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলবেন ভারতীয় ব্যাটার। অর্থাৎ ২০১০-এর পর ফের ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচে নামতে চলেছেন কোহলি।
ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে একপ্রকার নির্দেশ জারি করেছিল বোর্ড। জাতীয় দলের ম্যাচ না থাকলে ফিট ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, গম্ভীর জমানায় শুরু হয়েছে এই নীতি। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট খেলতে সায় দিয়েছেন রোহিত। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। আগামী দিনে মুম্বইয়ের হয়ে নামতে চান বিজয় হাজারে ট্রফিতেও। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যানও।
রোহিত খেললেও বিরাট প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি হননি। দিনকয়েক আগে অবশ্য শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর বিজয় হাজারে ট্রফিতে কিছু ম্যাচ খেলতে পারেন কোহলি। নিউজিল্যান্ড সিরিজের আগে যে ম্যাচগুলি থাকবে, সেখানে বিরাট থাকবেন দিল্লির স্কোয়াডে। কিন্তু রবিবার সেঞ্চুরির পর মাঠেই বিরাট জানিয়েছিলেন, তিনি অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাস করেন না। এরপরই তিনি সাফ বোর্ডকে জানান, খেলবেন না বিজয় হাজারে। কিন্তু এদিন ডিডিসিএ সচিব অশোক শর্মা নিশ্চিত করে বলেন, "বিজয় হাজারে ট্রফিতে নামবেন কোহলি। নিজেই তিনি সংস্থাকে এ কথা জানিয়েছেন।"
উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বিরাট দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১৩টি ম্যাচ খেলেছেন। ৮১৯ রান রয়েছে তাঁর।
