shono
Advertisement

Breaking News

Virat Kohli

শামির মায়ের পা ছুঁয়ে প্রণাম বিরাটের, কিং কোহলির নম্রতায় মুগ্ধ নেটদুনিয়া

অনুষ্কার সঙ্গে বিরাটের মিষ্টি মুহূর্তের ভিডিওটিও ভাইরাল হয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:33 AM Mar 10, 2025Updated: 09:33 AM Mar 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ভারতের এমন সাফল্যের দিনে দুবাই স্টেডিয়ামে তৈরি হল নানা মুহূর্ত। ট্রফি হাতে নিয়ে ভারতীয় দলের উল্লাসের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিল আরও এক আবেগঘন দৃশ্য। যখন বিরাট কোহলি প্রণাম করলেন মহম্মদ শামির মাকে।

Advertisement

রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। অনুষ্কা শর্মা-ঋতিকা সাজদেরা ছিলেন গ্যালারিতে। স্বামীদের হয়ে গলা ফাটাচ্ছিলেন। সেরকমই হাজির ছিলেন তারকা পেসারের মাও। চোট সারিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলছে ছেলে, সেই মুহূর্তের সাক্ষী থাকতে স্টেডিয়ামে হাজির ছিলেন। মায়ের সামনে উইকেটও পেলেন শামি। অল্প রানে ফিরিয়ে দিলেন ড্যারিল মিচেলকে।

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই উল্লাসে ফেটে পড়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও নেমে আসেন মাঠে। সেই সময়েই দেখা যায়, বিরাট এবং শামি এগিয়ে আসছেন যেখানে দাঁড়িয়েছিলেন তারকা পেসারের মা। হাসিমুখে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন কিং কোহলি। তাঁকে আশীর্বাদও করেন শামির মা। বিরাটের এমন নম্র আচরণে মুগ্ধ নেটদুনিয়া। হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

পাশাপাশি ভাইরাল হয়েছে বিরাটের আরও একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ শেষের পর অনুষ্কার সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন কিং কোহলি। এমনকি চ্যাম্পিয়নদের মেডেল এবং ব্লেজার নেওয়ার পরেও স্ত্রীর দিকে দৌড়ে যান বিরাট। স্বামী-স্ত্রীর মধ্যে মিষ্টি খুনসুটির মুহূর্তও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 'পত্নিনিষ্ঠ' হিসাবে বরাবরই পরিচিত বিরাট। সেই গুণও নেটিজেনদেরও অনেকের পছন্দের। আবারও একবার বিরুষ্কার মিষ্টি মুহূর্তের ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুষ্কা শর্মা-ঋতিকা সাজদেরা ছিলেন গ্যালারিতে। স্বামীদের হয়ে গলা ফাটাচ্ছিলেন।
  • নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই উল্লাসে ফেটে পড়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি।
  • চ্যাম্পিয়নদের মেডেল এবং ব্লেজার নেওয়ার পরেও স্ত্রীর দিকে দৌড়ে যান বিরাট।
Advertisement