সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন ৬ মাসের বেশি হয়ে গিয়েছে। অনেকের মতে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরোধিতায় সরে দাঁড়িয়েছেন রোহিত-বিরাট। কিন্তু তাতে কি কোনও লাভ হয়েছে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সে অনেকেরই বক্তব্য, গম্ভীরকে বরখাস্ত করা হোক। তার মধ্যেই গম্ভীরকে নাম না করে বিঁধলেন বিরাটের দাদা বিকাশ কোহলি। দীর্ঘ পোস্ট করে তাঁর বক্তব্য, সব জায়গায় 'কর্তৃত্ব' ফলাতে গিয়ে ভালো জিনিসকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং আচমকাই ভেঙে পড়েছে। ইডেনে যেমন স্পিন খেলার দুর্বলতা দেখা গিয়েছিল, গুয়াহাটিতে মার্কো জানসেনের পেস ও বাউন্সের সামনে অসহায় দেখিয়েছে পন্থ-জুরেলদের। মাঠে কোনও ক্রিকেটারের যেন জেতার তাগিদই নেই। অনেকের মতে, বিরাট কোহলি থাকলে হয়তো ভারতীয় দলের হাল এরকম হত না। শুধু ব্যাটার হিসেবে নয়, মাঠে তাঁর আগ্রাসী উপস্থিতিও অনেক পার্থক্য গড়ে দিত।
থ্রেড পোস্টে বিকাশ লেখেন, 'একটা সময় ছিল, যখন আমরা জেতার জন্য খেলতাম। এমনকী বিদেশের মাটিতেও জিততাম। এখন আমরা দেশের মাটিতে ম্যাচ বাঁচানোর জন্য খেলি। যখন তুমি অযথা কর্তৃত্ব ফলাতে গিয়ে, ভালো জিনিসও বদলে ফেলো, তখন এই অবস্থায় হয়।' সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার স্ট্র্যাটেজির প্রশংসা করে তাঁর সংযোজন, 'ভারতের পরিকল্পনা কী? সিনিয়র ও অভিজ্ঞ প্লেয়ারদের সরিয়ে দাও। দলে ৩, ৪ বা ৫ নম্বরের ব্যাটার না রাখা, শুধু অলরাউন্ডার ব্যবহার করা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা খাঁটি টেস্ট দল খেলাচ্ছে। স্পেশালিস্ট ওপেনার, স্পেশালিস্ট ৩, ৪, ৫ ও ৬ নম্বর ব্যাটার আছে। যদিও আমি চাই ভারত জিতুক, তবে প্রশ্ন তো উঠবেই। এর জন্য দায়ী কে?' যদিও পরে পোস্টটা ডিলিট করে দেন বিকাশ।
